।। প্রথম কলকাতা ।।
BSF Recruitment 2023: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য Group-C চাকরির সুবর্ণ সুযোগ। কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগের প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। নিয়োগ শুরু হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে (BSF)। আপনি যদি প্রতিরক্ষা বিভাগে চাকরি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আর সেই নিয়োগের আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
পদ: (১) হেড কনস্টেবল (Head Constable- Veterinary)
(২) কনস্টেবল (Constable)
বেতন: হেড কনস্টেবল পদের জন্য বেতন ধার্য করা হয়েছে প্রতি মাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত। এটি পে লেভেল ৪ অনুযায়ী। অন্যদিকে কনস্টেবল পদের জন্য পে লেভেল ৩ অনুযায়ী প্রতি মাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: হেড কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ (HS Pass) করতে হবে। সেই সাথে থাকতে হবে কমপক্ষে এক বছরের এর Veterinary Stock Assistant এর কোর্স। অন্যদিকে , কনস্টেবল পদের জন্য যে কোন স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করতে হবে এবং একই সঙ্গে থাকতে হবে দুই বছরের কাজের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই প্রার্থীরা হেড কনস্টেবল পদের জন্যে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: দুটি পদের ক্ষেত্রেই পদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
শূন্যপদ: (১) হেড কনস্টেবল- ১৮ টি
(২) কনস্টেবল- ৮ টি
আবেদনের তারিখ: আবেদন শুরু- ২০/০১/২০২৩
আবেদন শেষ- ১৯/০২/২০২৩
আবেদন প্রক্রিয়া: (১)দুটি পদের ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিএসএফ রিক্রুটমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট (www.rectt.bsf.gov.in) থেকে।
(২) আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে তাঁর দরকারি কিছু তথ্য ফিলআপ করে রেজিস্ট্রেশন করতে হবে।
(৩) আবেদনকারীকে লগ ইন ডিটেলস দিয়ে আবেদন করার জন্য লগইন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই।
(৪) তারপর নাম, কোন পদের জন্য আবেদন করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম