।। প্রথম কলকাতা ।।
Khagendranath Mitra: বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা ব্যক্তিত্বের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীও। তবে অনেকে তাঁর সাহিত্য কীর্তির সঙ্গে পরিচিত হলেও, ব্যক্তি খগেন্দ্রনাথ মিত্রের সঙ্গে অপরিচিত। সাহিত্যিক হিসেবে তিনি বহু সৃষ্টি রেখে গিয়েছেন। ছাত্রাবস্থাতেই বিপ্লবী কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তিনি। অংশ নিয়েছিলেন গান্ধীজির অসহযোগ আন্দোলনে। শিশু সাহিত্যের এই অন্যতম কারিগরের জন্ম ১৮৯৬-এর ২ জানুয়ারি।
পিতা শৈলেন্দ্রনাথ শিলাইদহতে ঠাকুর এস্টেটের মোক্তার ছিলেন। তাঁর ছোটবেলা কেটেছে বাবার কর্মক্ষেত্র অবিভক্ত নদীয়ার কুষ্টিয়ায়। খগেন্দ্রনাথ যৌবনকালে বাঘা যতীনের অনুগামী হন। যোগ দিয়েছিলেন বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলনে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে কলেজ পরিত্যাগ করেন। ১৯২০-তে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ প্রতিষ্ঠিত জাতীয় বিদ্যালয় থেকে স্নাতক হন। পরবর্তীতে বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু সব শেষে সাহিত্য সাধনায় মন দেন। ছেড়ে দিয়েছিলেন রেলের চাকরি। লিখতে থাকেন সাহিত্য সাপ্তাহিক ‘বাঁশরী’, ‘ভারতবর্ষ’, ‘পঞ্চপুষ্প’, ‘প্রবাসী’ ইত্যাদি বহু পত্রপত্রিকায়।
তিনিই প্রথম ভারতীয় শিশু সাহিত্যিক যাঁর বই বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। তাঁর রচিত ‘ভোম্বল সর্দার’ বইটি হিন্দি ও রুশ ভাষায় অনুদিত হয়েছিল। এমনকি ‘ভোম্বল সর্দার’ নিয়ে আকাশবাণীতে শ্রুতিনাটকও হয়েছে। ব্যালেন্টাইনের বিখ্যাত বই ‘গোরিলা হান্টার’ অবলম্বনে লিখেছেন ‘আফ্রিকার জঙ্গলে’। এছাড়া তাঁর ‘ডাকাত অমনিবাস’, ‘পাতালপুরীর কাহিনী’, ‘অতীতের পৃথিবী’, ‘আবিষ্কারের কাহিনী’, ‘ঝিলে জঙ্গলে’, ‘বাংলার ডাকাত’, ‘রবীন্দ্র শিশুপরিক্রমা’ ইত্যাদি বই জনপ্রিয়তা পেয়েছে। ১৯৪৮-এ দৈনিক পত্রিকা ‘কিশোর’ তাঁর সম্পাদনায় বের হয়। ‘শতাব্দীর শিশুসাহিত্য ১৮১৮-১৯৬০’ বাংলা সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য একটি গ্রন্থ। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘ভুবনেশ্বরী পদক’ ও ‘মৌচাক সাহিত্য পুরস্কার’ পেয়েছেন। সেইসঙ্গে পেয়েছেন ‘গিরীশ রৌপ্যপদক’। ১৯৭৫-এ জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। কিন্তু পুরস্কার মূল্য ৫ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা বরাদ্দ করা হলে, প্রতিবাদস্বরূপ তিনি তা নেননি। ১৯৭৮-এর ১২ ফেব্রুয়ারি আমরা হারিয়েছি এই প্রতিভাবান শিল্পীকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম