।। প্রথম কলকাতা ।।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। প্রথম ইনিংসে ৭০ রান এবং প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ দুই ইনিংসে সাতটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জাদেজা। হাঁটুতে অস্ত্রোপচারের পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার। নাগপুর টেস্টের আগে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে তিনি সাত উইকেট দখল করেছিলেন।
জাদেজা চোটের কারণে দলের বাইরে চলে যাওয়ায় জায়গা হয় অক্ষর প্যাটলের। সেই সময় অক্ষর প্যাটেল ভারতের হয়ে যেভাবে পারফরম্যান্স করেছিলেন তা দেখে গাভাস্কারও খুশি হয়েছিলেন। ইন্ডিয়া টু ডে দেওয়া একটি সাক্ষাৎকরে ভারতীয় কিংবদন্তি বলেন, “এখানে একজন মানুষ যিনি ভারতের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। তিনি ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তারপরে অক্ষর প্যাটেল আসেন এবং তার সুযোগটি দখল করেন এবং ভারতীয় ক্রিকেটের জন্য বেঞ্চ শক্তি থাকাটা এমন একটি দুর্দান্ত জিনিস যেখানে খেলোয়াড়রা প্রস্তুত থাকে।”
গাভাস্কার আরও বলেন, “জাদেজার প্রত্যাবর্তন দুর্দান্ত হয়েছে। আমরা তার ফিল্ডিং সম্পর্কে তেমন কিছু দেখিনি কারণ সে মিড-অফে ছিল। তবে বোলার হিসেবে শুরু থেকেই টার্গেটে ছিলেন তিনি। ব্যাটার হিসেবে আবারও দেখালেন তিনি ভারতের হয়ে আরও বেশি রান করতে চলেছেন। তার উইকেট প্রতিপক্ষকে অর্জন করতে হবে।”