।। প্রথম কলকাতা ।।
নাগপুর টেস্টের তৃতীয় দিনে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চমৎকার ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম ইনিংসে ভারত ৪০০ রানে পৌছালো। অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরির পর, অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা জুটি প্রথম ইনিংসে বড় রান গড়তে সাহায্য করেছেন। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন পর্যন্ত অপরাজিত থাকেন জাদেজা ও প্যাটেল জুটি। তৃতীয় দিনের সকালে জাদেজা ১৮৫ বলে ৭০ রান করে টড মারফির বলে আউট হন। তখনও অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ান বোলারদের উপর আক্রমণ চালিয়ে যান।
ভারতের এই বাঁ-হাতি অলরাউন্ডার মহম্মদ শামির সঙ্গে স্কোরবোর্ডে মূল্যবান রান যোগ করেন। ৪৭ বলে ৩৭ রান করে আউট হন মহম্মদ শামি। তবে শেষ পর্যন্ত ১৭৪ বলে ৮৪ রান করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে ফিরে যান অক্ষর প্যাটেল। ততক্ষণে ৪০০ ঘরে পৌঁছে গেছে ভারতের রান। প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের পরে অস্ট্রেলিয়ানদের ২২৩ রানের লিড দেয় ভারত। অভিষেক হওয়া অজি অফ-স্পিনার টড মারফি প্রথম ইনিংসে ৭ উইকেট দখল করেন। মারফি বাদে অধিনায়ক প্যাট কামিন্স ২টি উইকেট নেন এবং নাথান লিয়ন একটি উইকেট নেন।
এর আগে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৭৭ রান তোলে। সফরকারীদের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন মার্নাস লাবুসচেন। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন। তাকে যোগ্য সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন। জাদেজা ৫ উইকেট ও অশ্বিন ৩ উইকেট দখল করেন। অশ্বিন দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৪৫০ টেস্ট উইকেট দখল করেন।