।। প্রথম কলকাতা ।।
Sesh Pata: মুখ-গাল ভর্তি সাদা-কালো খোঁচা খোঁচা দাড়ি-গোঁফ, উসকো-খুসকো সাদা পাকা চুল, চোখে কালো ফ্রেমের চশমা, এ কোন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)! অভিনেতার নতুন রূপ অবাক করেছে নেট নাগরিকদের। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজের বার্ষিক ফেস্টের মাঝে প্রকাশ পেল তাঁর নতুন ছবি ‘শেষ পাতা’র (Sesh Pata) পোস্টার। বুম্বাদা, প্রযোজক ফিরদৌসুল হাসান, পরিচালক অতনু ঘোষের সঙ্গে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) ও বিক্রম চট্টোপাধ্যায়ও (Vikram Chatterjee)। মঞ্চে ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা।
এই ছবির দরুন এক অন্য প্রসেনজিতের সঙ্গে পরিচয় হবে মানুষের। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেতা বলেছেন, ‘নতুন প্রজন্ম ভালো বাংলা সিনেমা দেখে না, এটা আমি অন্তত বিশ্বাস করিনা। যখন ‘গানের ওপারে’ প্রযোজনা করেছিলাম, তখন অনেকেই বলেছিলেন কেউ দেখবে না। কিন্তু সকলেই তার পর ভুল প্রমাণিত হয়েছে’। এক সময় নিজে সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন বুম্বাদা। এই জায়গাটিকে ঘিরে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই এদিন ছবির পোস্টার প্রকাশে এসে নিজের পুরনো দিনগুলির কথা মনে করেছেন তিনি। বলেছেন, এখানকার ক্লাসরুমের কথা মনে পড়ে যাচ্ছে। এই মাঠে প্রচুর ফুটবল খেলেছি, এখনও মনে হয় এইতো সেদিনের কথা ছিল।
তবে ছবি নিয়ে এখনই সেভাবে কিছু জানাতে চাইছেন না পরিচালক। ছবিতে লেখক বাল্মিকী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পরিচালক জানিয়েছেন, ‘সাধারণত বলা হয় কারোর জমে থাকা ঋণ শোধ করার পর সেই মানুষটি স্বাধীন হয়ে যান। কিন্তু জন্মের পর থেকেই আমরা ঋণী হতে শুরু করি। সব ঋণ কি চুকিয়ে দেওয়া সম্ভব হয়? ছবিতে এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করেছি’। পয়লা বৈশাখে হালখাতা করবে ‘শেষ পাতা’। পোস্টারে বিক্রম চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জী, গার্গী রায়চৌধুরীর সঙ্গে নজরে এসেছে কয়েন ও ঝর্না কলমের নিব। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। দেখার, বক্স অফিসে কতটা কামাল দেখাতে পারে এই ছবি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম