।। প্রথম কলকাতা ।।
Valentine’s Day 2023: চলছে ভালোবাসার সপ্তাহ। আর কয়েকটা দিন পরেই ভ্যালেন্টাইন্স ডে(Valentine’s Day)। সেই উপলক্ষে এক দুর্দান্ত ফিচার্স আনল টিন্ডার(Tinder)। গোপনে প্রেম করলেও সেই হদিস কেউ পাবে না। এই গোপন তথ্য শুধু আপনি জানবেন।
সামনেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day), তার জন্য অনেকেই সঙ্গী খুঁজছেন জনপ্রিয় বিভিন্ন ডেটিং অ্যাপে। সেক্ষেত্রে একদম প্রথম সারিতে রয়েছে টিন্ডার(Tinder)। অ্যাপ ব্যবহারকারীদের তথ্য যাতে প্রকাশ্যে না আসে সেই নিয়ে নানান নিরাপদ পদক্ষেপ নিয়েছে টিন্ডার। অনেকেই ভ্যালেন্টাইন্স ডেকে স্পেশাল করতেন নানান প্ল্যান বানিয়ে রেখেছেন। তালিকা বানিয়ে ফেলেছেন কি উপহার দেবেন, কোন রেস্টুরেন্টে খেতে যাবেন , কোথায় ঘুরতে যাবেন সব কিছু। আবার অনেকে এখনো পর্যন্ত সঙ্গীর খোঁজ পাননি। যার কারণে ভরসা রাখতে হচ্ছে জনপ্রিয় কিছু ডেটিং অ্যাপে, সেই তালিকায় সবার মন কেড়েছে টিন্ডার।
টিন্ডার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এমন কিছু আপডেট এনেছে যা জানলে সঙ্গীহীন ব্যক্তিদের মন খুশিতে ভরে উঠবে। গোটা ভারত জুড়ে টিন্ডার ব্যবহারকারীদের সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে আসলেই ইউজারদের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই ডেটিং অ্যাপ তথ্য নিরাপদ রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই তালিকায় রয়েছে ইনকগনিটো মোড (Incognito Mode) । এক্ষেত্রে আপনার প্রোফাইল সবার চোখে পড়বে না, তবে লাইক করার অপশন রয়েছে। নিজেই ঠিক করতে পারবেন কারা আপনার প্রোফাইল দেখতে পাবেন। যদিও এক্ষেত্রে ব্যবহারকারীদের Tinder+, Gold বা Premium এর মেম্বারশিপ প্রয়োজন। আগেও যে কেউ চাইলে নিজেদের প্রোফাইল আড়ালে রাখতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে অন্যদের প্রোফাইল দেখা যেত না। এবার আপনি নিজের প্রোফাইল লুকিয়ে অন্যের প্রোফাইলে গিয়ে উঁকি মারতে পারবেন। পাশাপাশি আপনার প্রোফাইল কারা দেখছেন সেটিও জানতে পারবেন। যারা আপনার প্রোফাইলে লাইক করবে তারা কিন্তু আপনার প্রোফাইলটি দেখতে পাবে।
ইনকগনিটো মোড ফিচার্সটির পাশাপাশি রয়েছে ব্লক প্রফাইল (Block Profile) বলে আরেকটি ফিচার্স। আপনি যে প্রোফাইল গুলিকে অপছন্দ করেন সেগুলিকে সহজে ব্লক করতে পারবেন। পরবর্তীকালে সেই প্রোফাইলগুলি আর আপনার চোখের সামনে আসবে না। অনেকেই আছেন যারা প্রাক্তন প্রেমিকা কিংবা অফিসের বসের কারণে টিন্ডার ব্যবহারে একটু অপ্রস্তুত হন, এবার সেই সমস্যার হাত থেকে রেহাই পেতে চলেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম