।। প্রথম কলকাতা।।
AI Chatbot Gita GPT : প্রযুক্তির দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছে AI Chatbot। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অত্যাধুনিক ব্যবহার বিগত দু-তিন মাসের মধ্যে প্রযুক্তি দুনিয়াকে তোলপাড় করে রেখে দিয়েছে । ২০২২ সালে আত্মপ্রকাশ করে OpenAI এর AI Chatbot Service। স্বাভাবিকভাবেই এই চ্যাটবট নিয়ে চর্চা শুরু হয় মানুষের মধ্যে। এই চ্যাটবট সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা মাত্র কিছুদিনের মধ্যে ১০ লক্ষ ছুঁয়ে যায় । জানা যায় Google ChatGPT-র সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নিজেদেরই আরও এক চ্যাটবট সার্ভিস Bard -এর কথা ঘোষণা করেছে । অর্থাৎ সবমিলিয়ে মাস কয়েক আগে সামনে আসা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই নিদর্শনে মোহিত হয়েছে বিশ্ববাসী।
আধুনিক প্রযুক্তি বিশেষ করে রোবোটিক্স বর্তমানে অন্য পর্যায়ে পৌঁছেছে । আগামীতে তা আরও উচ্চতায় পৌঁছাবে । তবে এখনই যে কোন মানুষ তার নানান ধরনের সমস্যা সমাধানের উত্তর পেতে পারেন চ্যাটবটের মাধ্যমে। আর এই উত্তর দেওয়া হবে গীতার ভাবনায়। অর্থাৎ গীতা থেকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য যে উপদেশ দেওয়া রয়েছে , এবার ওই চ্যাটবট সার্ভিস এর কাছে কোন প্রশ্ন করলেই সেই ধরনের উত্তর পাওয়া যাবে। নতুন তৈরি হওয়া এই চ্যাটবট সার্ভিস এর নাম রাখা হয়েছে GitaGPT। আর এটি তৈরি করেছেন গুগলেরই একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার Sukuru Sai Vineeth । বেঙ্গালুরুর এই তথ্যপ্রযুক্তি কর্মীর চ্যাটবট সার্ভিসের অন্যতম USP হতে চলেছে গীতার ভাবনার প্রতিফলন।
একেবারে সোজা কথায় বোঝাতে গেলে, AI Chatbot-কে যা প্রশ্ন করা হোক না কেন তার কাছে সম্পূর্ণ উত্তর তৈরি থাকে। এবার সেই সার্ভিসকে আর একটু অন্য স্বাদ দেওয়া হয়েছে । তথ্য প্রযুক্তি কর্মী ভিনিথ নিজের চ্যাটবট সার্ভিসকে গীতা কনসালটেনশনের মডেল বানিয়ে তুলেছেন। যা প্রতিদিনের সমস্যা জীবনের প্রতিটি পরিস্থিতির উতার-চড়াও সম্পর্কে পরামর্শ দেবে গীতায় লেখা বাণীর ভিত্তিতে। জানা গিয়েছে, এই চ্যাটবট তিনি তৈরি করেছেন OpenAI এর GPT-3 ব্যবহার করে। তবে এই চ্যাটবট পরিষেবা গীতার শ্লোক বিশ্লেষণ করে কোন মানুষের প্রশ্নের উত্তর দিতে যতটা সক্ষম ততটা কিন্তু অন্যান্য বিষয়ে নয়। তার জন্য ভরসা রাখতে হবে অলরাউন্ডার OpenAI এর AI Chatbot Service- এ।
তবে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ভিনিথের ভাবনার কোন তুলনা হয় না । একথা অস্বীকার করার জায়গা নেই। অবশ্যই তাঁর ভাবনা অত্যন্ত অভিনব। প্রযুক্তির সঙ্গে ধর্মীয় পুরাণের যে মেলবন্ধন তিনি ঘটিয়েছেন তা প্রশংসিত হয়েছে বিশেষজ্ঞ মহলেও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম