।। প্রথম কলকাতা।।
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘ ২০ দিনের জীবনযুদ্ধে ইতি। মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী। গতকাল রাতে দশবার হার্ট অ্যাটাক হয় তাঁর। ১ নভেম্বর থেকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর আগে দু’বার ক্যান্সারকে হারিয়ে ফিরে এসেছেন। কিন্তু এবার শেষ রক্ষা হল না। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রবিবার দুপুর ১২ টা ৫৯ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন ঐন্দ্রিলা। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ঐন্দ্রিলার। যার কারণে কোমায় চলে গিয়েছিলেন তিনি। সম্পূর্ণ ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হল না।
শনিবার দুপুরে মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। এরপর শনিবার রাতে প্রায় ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে জানা যায় হাসপাতালের তরফ থেকে। সেই ধাক্কা আর বারবার সামলে উঠতে পারলেন না তিনি। ২০১৫ সাল থেকে তাঁর লড়াই শুরু হয়েছিল । একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম ক্যান্সার ধরা পড়ে। তারপর ২০২১ । অতীতে দুবার ক্যান্সারকে হারিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু এইবার তাঁর শরীর আর সাথ দিল না। শেষ হল ঐন্দ্রিলার জীবনযুদ্ধের কঠিন লড়াই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম