।। প্রথম কলকাতা ।।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেস্ট সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার দীর্ঘতম ফর্ম্যাটে ক্যারিয়ারে নবম টেস্ট সেঞ্চুরি করলেন হিটম্যান। ২০২১ সালের সেপ্টেম্বরে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। দেড় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নাগপুর টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেলেন ভারত অধিনায়ক।
Smiles, claps & appreciation all around! 😊 👏
This has been a fine knock! 👍 👍
Take a bow, captain @ImRo45 🙌🙌
Follow the match ▶️ https://t.co/SwTGoyHfZx #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/gW0NfRQvLY
— BCCI (@BCCI) February 10, 2023
সেই সঙ্গে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিন ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরির নজির গড়লেন রোহিত শর্মা। নাগপুর টেস্টের প্রথমদিনে ৮০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে ৬৯ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন। যদিও দ্বিতীয় দিনে তিনি ধীরস্থির ভাবে শুরু করেন। যার ফলে তার স্ট্রাইক রেট নেমে আসে। ১৭১ বলে নিজের নবম টেস্ট শতরান পূর্ণ করেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বিরাট কোহলিকে স্পর্শ করলেন রোহিত শর্মা। ২০১৪ সালে অ্যাডিলেডে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি তার প্রথম টেস্ট ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করা দশম ভারতীয় অধিনায়কও হলেন রোহিত।