।। প্রথম কলকাতা ।।
Drishyam 2: সিনেমা ঘরে ঢুকতেই বক্স অফিস কাঁপালো অজয় দেবগনের (Ajay Devgan) ‘দৃশ্যম টু’ (Drishyam 2)। রাতারাতি ফুলেফেঁপে উঠল সিনেমার আয়। অঙ্ক শুনলে কিছুটা অবাক হবেন। তীক্ষ্ণ বুদ্ধি আর একের পর এক পাল্টা চালে পুলিশের চোখে ধুলো দিয়ে বিজয় কিভাবে নিজের কাজ হাসিল করে, সেই দৃশ্যই এই ছবির মূল আকর্ষণ। বিজয়ের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। ছবিটি ১৮ই নভেম্বর ছবিটির মুক্তি পাওয়ার পর আয় হয়েছিল প্রায় ১৫ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনের আয় দ্বিগুনের বেশি। রাত পোহাতেই ‘দৃশ্যম টু’ এর আয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।
মারকাটারি চিত্রনাট্য, টানটান উত্তেজনা আর অভিনেতার দুর্দান্ত পারফরম্যান্স, সবকিছুর মিলেমিশে ছবিটি দর্শকদের নজর কেড়েছে। বহু অনুরাগীদের কাছে বিজয় চরিত্রে অজয় দেবগন একদম পারফেক্ট ম্যান। শুধুমাত্র দেশ নয় বিদেশেও বিপুল জনপ্রিয়তা পাচ্ছে ছবিটি। ছবিটির প্রথম দিনেই বহু শো হাউসফুল থাকায়, মাল্টিপ্লেক্স গুলি বাধ্য হয়ে রাতেও শো-সংখ্যা বৃদ্ধি করে। যার কারণে এক লাফে বৃদ্ধি পেয়েছে আয়। ভারত ছাড়াও সৌদি আরবে ছবিটির আয় প্রায় আড়াই কোটি টাকা। কানাডায় ২ কোটি এবং ইউরোপীয় দেশগুলি মিলিয়ে ছবিটির আয় হয়েছে ৩ কোটিরও বেশি টাকা।
আপনি যদি এখনো পর্যন্ত এই অপরাধমূলক থ্রিলারটি না দেখে থাকেন তাহলে একটু হলেও কিছু মিস করছেন। প্রতিটি প্রেক্ষাগৃহেতেই এখন রীতিমত লম্বা লাইন। টিকিটের প্রচুর চাহিদা। ছবিটি যদি প্রথম দিন থেকেই দর্শক সংখ্যা ধরে রাখতে পারে তাহলে ‘দৃশ্যম টু’ এর এর ঝুলিতে জমা হবে বেশ মোটা অঙ্কের মুনাফা। প্রায় সাত বছর আগে সিনেমা প্রেমীদের মন কেড়ে ছিল ‘দৃশ্যম’ ছবিটি। সেই গল্প এখনো পর্যন্ত মানুষ ভোলেনি। সালগাঁওকার পরিবারের সেই বিভীষিকা ফিরে এল ‘দৃশ্যম টু’-তে ।
এই ছবিটি ২০১৫ সালের ছবি ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল। ভক্তরা এই ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিটি বড় পর্দায় আসতেই দর্শকরা গ্রহণ করবে এটাই স্বাভাবিক৷ অভিষেক পাঠক পরিচালিত সাসপেন্স-ক্রাইম ড্রামা ‘দৃশ্যম টু’-এ অজয় দেবগন আবার বিজয় সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করেছেন৷ পুরোনো স্টারকাস্ট টাবু, শ্রিয়া শরণ এবং ঈশিতা দত্ত ছাড়াও ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় খান্নাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম