।। প্রথম কলকাতা ।।
Twitter Blue Subscription Plan: ভারতে টুইটারে ব্লু টিক (Twitter Blue Tick) সাবস্ক্রিপশনের জন্য এবার টাকা খরচ করতে হবে। টুইটার ভারতে (India) ব্লু টিক সাবস্ক্রিপশন চালু করেছে। পাশাপাশি সামনে এনেছে সস্তা প্ল্যান। বহু জল্পনার পর অবশেষে ভারতীয় টুইটার ব্যবহারকারীদের জন্য এসে গেল সেই সুখবর। এতদিন এই বিশেষ প্রিমিয়াম সাবস্ক্রিপশন মাত্র কয়েকটি দেশের ব্যবহারকারীরা পাচ্ছিল। এবার সেই সুবিধা পাবে ভারতের টুইটার ব্যবহারকারীরাও। যদিও বিনামূল্যে নয়, এক্ষেত্রে প্রতিমাসে ব্যবহারকারীদের দিতে হবে ৯০০ টাকা।
টুইটারে ব্লু সাবস্ক্রিপশন মেম্বারশিপের জন্য খরচ করতে হবে ৯০০ টাকা। এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। অপরদিকে ওয়েব মাধ্যমে ইউজারদের দিতে হবে ৬৫০ টাকা। তার পরিবর্তে পাবেন প্রচুর সুযোগ। যেদিন থেকে টুইটার এলন মাস্ক অধিগ্রহণ করেছেন, তবে থেকে একের পর এক পরিবর্তন এসেই চলেছে। তার ফলে গ্রাহকরা উপকৃত হচ্ছেন। যদিও টুইটারে আর্থিক অবস্থা একটু টালমাটাল। যার জেরে ছাঁটাই হয়েছে ব্যাপক সংখ্যক কর্মী। শোনা যাচ্ছে, আর্থিক সংকটের কারণে টুইটার নাকি তাদের সানফ্রান্সিসকো হেডকোয়ার্টার অফিসের চেয়ার টেবিল পর্যন্ত নিলামে তুলেছে। মনে করা হচ্ছে, আর্থিক টালমাটাল পরিস্থিতি সামাল দিতে টুইটার নানান পরিবর্তন আনছে। এবার থেকে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন নিতে গেলে টাকা পেমেন্ট করতে হবে। তার পরিবর্তে পাওয়া যাবে নতুন কিছু সুবিধা। আপনি টুইটারে একটি পোস্ট করার আধ ঘন্টার পর প্রায় পাঁচবার এডিটের সুযোগ পাবেন।
এতদিন বিশ্বের বহু দেশে এই ব্লু টিক সাবস্ক্রিপশনের সুযোগ নিলেও ভারত পাচ্ছিল না। এবার আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, পর্তুগাল, স্পেন, ইতালি, জার্মানি, কানাডা, জাপান, সৌদি আরব, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ব্রাজিলের তালিকায় ঢুকে গেল ভারতও । যারা টুইটার ওয়েবে ব্লু সাবস্ক্রিপশন নিতে চান তাদেরকেকে তাদের খরচ করতে হবে ৬৫০ টাকা। ব্লু মেম্বারশিপের ক্ষেত্রে যদি বছরে প্ল্যান নিতে চান সেক্ষেত্রে খরচ হবে ৬৮০০ টাকা, তখন মাসে খরচ পড়বে ৫৬৬.৬৭ টাকা। ভেরিফায়েড একটি ফোন দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে, তার পরিবর্তে পেয়ে যাবেন ব্লু ভেরিফায়েড ব্যাচ।
টুইটার ব্লু গ্রাহকরা এর মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন। গ্রাহকরা চাইলে বুক মার্ক করা টুইটার গুলিকে গ্রুপ এবং সংঘটিত করতে পারেন। তারপর সেগুলিকে একটি ফোল্ডারে রাখতে পারবেন। গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী অ্যাপের চেহারা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও তারা প্রচুর কাস্টমার অ্যাপ আইকন খুঁজে পাবেন। টুইটার ব্লু ব্যবহারকারীরা থিম নির্বাচনের বেশ কতকগুলি বিকল্প পাবেন এবং থিম পরিবর্তন করতে সক্ষম হবেন। পাশাপাশি ব্যবহারকারীরা তাদের টুইট প্রকাশের কয়েক সেকেন্ডের মধ্যে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। টুইটারে আপনার সাথে সংযুক্ত ব্যক্তিরা এবং আপনি যাদের সাথে সংযুক্ত আছেন সেই নিবন্ধটির একটি শর্টকাট পাবেন যা সবচেয়ে বেশি শেয়ার করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম