।। প্রথম কলকাতা ।।
লিগ ওয়ানের দল মার্সেইয়ের কাছে ২-১ গোলে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নিল পিসজি। ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতেই থেমে গেল মেসি-নেইমারদের দৌড়। প্রায় এক দশক পর ঘরের মাঠে ফরাসি জায়ান্টদের বিরুদ্ধে জয়ের দেখা পেল মার্সেই। শেষবার ২০১১ সালে পিএসজিকে ঘরের মাঠে হারিয়েছিল মার্সেই।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে লিগ ওয়ানের দলটি। প্রথমার্ধের ৩১ মিনিটে পেনাল্টি থেকে মার্সেইকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেস। চেঙ্গিস আন্দারকে ডি-বক্সের মধ্যে রামোস ফাউল করায় পেনাল্টি পায় মার্সেই। বিরতির ঠিক আগে অতিরিক্ত সময়ে পিএসজিকে সমতায় ফেরান রামোস।
দ্বিতীয়ার্ধে রুসলান মালিনোভস্কির গোলে আবারও এগিয়ে যায় মার্সেই। একাধিক চেষ্টা করেও আর সমতা ফিরতে পারেনি পিএসজি। চোটের জন্য এদিন মার্সেইয়ের বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। ফরাসি কাপে সর্বোচ্চ গোলদাতার অভাব এদিন অনুভব করেছে পিসজি। চলতি মরসুমে এটি পিএসজির তৃতীয় হার। এদিন ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নামার আগে এই হার যে মেসিদের চিন্তায় রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না।