।। প্রথম কলকাতা ।।
Air India Tata: এয়ার ইন্ডিয়ার মালিকানা টাটা গোষ্ঠীর হাতে ফিরে আসায় ইতিহাসে পুনরাবৃত্তি ঘটেছিল। এবার সংস্থার শীর্ষকর্তা ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন নতুন বিমান কেনার ঐতিহাসিক বরাতের জন্য এয়ার বাস এবং বোরিং এর সঙ্গে কথা বলছেন তাঁরা।
এখন দেশে ও বিশ্ববাজারে এআই এর অংশীদারি যথাক্রমে ১০ শতাংশ ১২ শতাংশ। ক্যাম্পবেল জানান আগামী পাঁচ বছরে দুটি ক্ষেত্রেই ৩০ শতাংশ বাজার দখল করা তাঁদের লক্ষ্য। আপাতত বসে থাকা বিমান মেরামতি করে এবং লিজে বিমান নিয়ে পরিষেবা চলছে। ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছিল টাটা গোষ্ঠী। টাটার সঙ্গে জোর টক্কর ছিল spice জেটের প্রতিষ্ঠাতা অজয় সিং এর। এয়ার ইন্ডিয়ার কাঁধে চেপেছিল ৬১ হাজার ৫৬২ কোটি টাকার ঋণ। ১৮০০ কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়াকে কিনে নেয় টাটা। ১৯৫৩ সালে ইয়ার ইন্ডিয়া রাষ্ট্রীয় বিমান সংস্থায় পরিণত হওয়ার ৬৮ বছর পর আবারও মহারাজা ফিরে যায় তার প্রতিষ্ঠার কাছে।
টাটা গোষ্ঠীর এক অনুষ্ঠানে বিমান নির্মাণ সংস্থাগুলির সঙ্গে জোরদার কথা চলে। এয়ার ইন্ডিয়ার মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ব্যবসা বৃদ্ধির জন্য একেবারে আধুনিক বিমান কেনার ঐতিহাসিক বরাত নিয়ে গভীর আলোচনা চলছে। তবে এখনই কি ধরনের কটি বিমান এআই কিনতে পারে তা স্পষ্ট হয়নি। তবে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। বোরিং এয়ারবাস মিলিয়ে ৩০০র বেশি নতুন বিমানের বরাতের মোট অংক দাঁড়াতে পারে প্রায় ৪.১০ লক্ষ্ কোটি টাকা। সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের জন্য এটি হবে এক ঐতিহাসিক চুক্তি। আবার অন্যদিকে নতুন বিমানগুলো হাতে পেতে সময় লাগতে পারে এক দশকের বেশি। ভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। প্রায় নয় দশক আগে টাটা গোষ্ঠীর হাত ধরেই শুরু হয়েছিল ভারতের প্রথম বিমান সংস্থা টাটা এয়ারলাইন্স। ভারতে প্রথম পাইলট জে আর ডি টাটা প্রতিষ্ঠিত সেই টাটা এয়ারলাইন্সের নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়াকে লাভের মুখ দেখাতে নানান পরিকল্পনা নিয়েছে টাটা। তারই পরিপ্রেক্ষিতে নতুন বিমান কেনার চুক্তির কথা ভাবছে টাটা। এই বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ কিছু জানায়নি। অনেকেই মনে করছেন আপাতত তাঁরা এই বিষয় গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম