।। প্রথম কলকাতা ।।
Biplab Chatterjee: টলিপাড়ার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি তিনি। অভিনেতা হিসেবে তাঁর কাজ দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তবে বেশিরভাগ সিনেমাতেই খল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যার জেরে আমজনতার গালমন্দ শুনতে হয়েছে কখনও সখনও। কিন্তু সেই গালি-গালাজ শুনে অভিনয় আরও ভালো করার জেদ চেপেছে। এখন প্রশ্ন, বাস্তব জীবনেও কি তিনি একই রকম? পর্দায় খলনায়কের চরিত্রে দেখা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee) সঙ্গে বাস্তব জীবনের বিপ্লব চট্টোপাধ্যায়ের কতটা মিল রয়েছে, তা এবার উঠে এলো বইয়ের পাতায়। প্রকাশিত হয়েছে ‘আমি বিপ্লব’ (Aami Biplab) বইটি। লিখেছেন কে?
সাহিত্যিক ও সাংবাদিক সুমন গুপ্তের (Suman Gupta) লেখায় এই বই বুধবার কলকাতার প্লেস ক্লাবে প্রকাশিত হয়েছে। বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছে দীপ প্রকাশন (Deep Prakashan)। এমনিতে আমরা সবাই দেখে থাকি পর্দায় যারা খল চরিত্রে অভিনয় করে থাকেন, তাঁরা রিয়েল লাইফে পুরোপুরি একটা অন্য মানুষ হন। পর্দায় তাঁদেরকে কুট-কাচালি করতে দেখা গেলেও, বাস্তবে তাঁদের অন্য রূপ সামনে আসে। বলিউড হোক কিংবা টলিউড সব ইন্ডাস্ট্রিতে আমরা এটা লক্ষ্য করে থাকি। কিন্তু বিপ্লব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও কি এই একই ধারণা রাখা যেতে পারে? অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায় (Subhasish Mukherjee) অনুষ্ঠানে এমনটাই বলেছেন। তাঁর কথায়, বাড়িতে অভিনেতার এক অন্যরূপ সামনে আসে। সেখানে স্ত্রীর কাছে একদম শান্ত থাকেন তিনি। কিন্তু সিনেমায় তাঁর দাপট নজরে এসেছে। অনুষ্ঠানে হাজির ছিলেন ‘ইন্ডাস্ট্রি’ অর্থাৎ বুম্বাদা (Prosenjit Chatterjee)।
তাঁর কী বক্তব্য অভিনেতাকে নিয়ে? আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা জানিয়েছেন, ‘বইটি শুধুমাত্র তাঁর বায়োপিক বা জীবন কাহিনী নয়। এর মধ্যে বাংলা সিনেমার একটা বিরাট বড় সময় লুকিয়ে রয়েছে। আমার মনে হয়, বইটি সকলের পড়া উচিত। অনেক ছোট থেকে আমি বিপ্লবদার সঙ্গে কাজ করেছি। তিনি আমাদের কাছে একজন অভিভাবকের মতো। বইটা প্রকাশ হওয়ায় আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি আবারও বলব, বইটা প্রত্যেক বাঙালির পড়া উচিত। একটা অজানা ইতিহাস জানা যাবে’। প্রসেনজিতের বক্তব্য, কোনওকিছুর জন্য বিপ্লবদা ডাকা মানে কারোর ক্ষমতা ছিলনা তাঁকে ‘না’ বলবে। তিনি এমন একজন মানুষ, যিনি সবার আগে বিপদে এসে দাঁড়িয়েছেন।
‘আমি বিপ্লব’ বইয়ের দাম ৪৫০ টাকা। বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সন্দীপ রায় ও দীপ প্রকাশনের কর্ণধারও। সবাই একসঙ্গে কেক কেটেছেন অনুষ্ঠানে। বই সধারণত মানুষের অজানাগুলোকেই তুলে ধরে। আর এই বইয়ের দরুন পাঠকরা অভিনেতা বিপ্লবের পাশাপাশি একজন আম বাঙালি হিসেবে তাঁকে জানতে পারবেন। এই বই বাংলা সিনেমার ফেলে আসা দিনগুলিকে তুলে ধরেছে। বুম্বাদার কথা অনুযায়ী টলিউডের ইতিহাস বলবে এই বই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম