।। প্রথম কলকাতা ।।
Drishyam: মালয়ালম ভাষার দৃশ্যম ও দৃশ্যম ২ সমস্ত অ -ভারতীয় ভাষায় রিমেক করতে পারবে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল। রিমেকের স্বত্ব দেওয়া হয়েছে এই সংস্থাকে। বিবৃতিতে দিয়ে জানাল প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল।
গত বছরের ১৮ নভেম্বর, মুক্তি পেয়েছে দৃশ্যম ২ (Drishyam 2)। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি দৃশ্যমের (Drishyam) সিক্যুয়েল হচ্ছে এই ছবি। দৃশ্যম ২ ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। যদিও দৃশ্যম (Drishyam) ছবিটির প্রথম ভাগ পরিচালনা করে ছিলেন নিশিকান্ত কামাত। দৃশ্যম ২ -তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, প্রমুখকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রজত কাপুর, ম্রূণাল যাদব, সৌরভ শুক্লা। দৃশ্যম যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই দৃশ্যম ২ ছবির গল্প শুরু হতে দেখা যায়।
এবার এই দুই ছবিকেই প্যানোরামা স্টুডিওস ইন্টারন্যাশনাল লিমিটেড ফিলিপিনো, সিংহলী এবং ইন্দোনেশিয়ান ছাড়া সমস্ত বিদেশী ভাষায় রিমেক করতে পারবে। দৃশ্যম ২- এর হিন্দিতে অসাধারণ সাফল্যের পর এই সুযোগ বড় সাফল্য প্যানোরামা স্টুডিওস ইন্টারন্যাশনাল লিমিটেডের। আন্তর্জাতিক সিনে জগতে এই দুই সিনেমা যেন মাইলফলক ছুঁল।
বিবৃতির মাধ্যমে প্যানোরামা স্টুডিওস ইন্টারন্যাশনাল লিমিটেড জানিয়েছে, “এমনকী আমরা দৃশ্যম ২ (Drishyam 2) এর চীনা ভাষার রিমেকের স্বত্বও পেয়েছি।
এখন কোরিয়া, জাপান এবং হলিউডে ছবিটি প্রযোজনা করার জন্য আলোচনা চলছে,”
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম