।। প্রথম কলকাতা ।।
RBI MPC 2023: সাধারণত এটিএম (ATM) থেকে টাকা তুলতে গেলে খুচরো পয়সা পাওয়া যায় না। মূলত টাকা ১০০, ২০০, ৫০০ কিংবা ২০০০ নোট আকারে বেরিয়ে আসে। সেই টাকা দিয়ে যদি অটো ভাড়া বা রিক্সা ভাড়া মেটাতে চান তাহলে খুচরোর সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা এবার দূর হতে চলেছে। এটিএম মেশিন থেকে শুধুমাত্র নোট নয়, এবার বেরিয়ে আসবে খুচরো কয়েনও। ‘আজ তাক’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার তিন দিনের আরবিআইয়ের এমপিসি বৈঠকের পর গভর্নর শক্তিকান্ত দাস টানা ষষ্ঠবারের মতো রেপো রেট বাড়ানোর ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি কিউআর ভিত্তিক ভেন্ডিং মেশিনের (QR Based Coin Vending Machine) কথা বলেন। এই বিষয়ে পাইলট প্রকল্প (Pilot Project) চালু করারও ঘোষণা করা হয়।
এক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন পড়বে ইউপিআইয়ের। তার মাধ্যমেই আপনি খুচরো কয়েন পাবেন। কেন্দ্রীয় কিউআর ভিত্তিক ভেন্ডিং মেশিনের একটি পাইলট প্রকল্প চালু করতে চলেছে। এর উদ্দেশ্য হল কয়েনের প্রাপ্যতা বাড়ানো। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক প্রাথমিক পর্যায়ে দেশের বারোটি শহরে এটি শুরু করতে চলেছে। এর মাধ্যমে খুব সহজে UPI ব্যবহার করে খুচরো পাওয়া যাবে। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য কোন শহরগুলিকে বেছে নেওয়া হবে সেই বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি।
ইতিমধ্যেই আরবিআই গভর্নরের রেপো রেট বৃদ্ধির (Repo Rate Hike) সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষকে হতবাক। পাশাপশি তাঁর এই ধরনের নতুন ঘোষণাও বেশ স্বস্তিদায়ক। এমপিসিতে আলোচনার পর গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে শক্তিকান্ত দাস আরও বলেন যে এখন বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য ইউপিআই সুবিধা চালু করার কথা ভাবা হচ্ছে। এই বছরের প্রথম বৈঠকে, রিজার্ভ ব্যাঙ্ক পলিসি রেট বা রেপো রেট .২৫ শতাংশ বাড়িয়েছে। রেপো রেট বেড়ে হয়েছে ৬.৫ শতাংশ। আরবিআই গভর্নর আরও বলেছিলেন যে ভারতীয় অর্থনীতি (Indian Economy) গত তিন বছরে বেশ কয়েকটি বড় ধাক্কা সফলভাবে মোকাবেলা করেছে এবং আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। গোটা বিশ্বও এটি গ্রহণ করেছে এবং প্রশংসা করেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম