।। প্রথম কলকাতা ।।
Landslide in Andal: রাজ্যের অন্যতম খনি এলাকা পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে আবারও আতঙ্কের বাতাবরণ। নতুন বছরের দ্বিতীয় মাসেই ইসিএল এলাকায় ভয়ঙ্কর ধসের (Landslide) ঘটনা। যার জেরে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই মতো পরিস্থিতিতে ঘটনাস্থলে ইসিএল (ECL) কর্তৃপক্ষ এবং পুলিশ এসে উপস্থিত হলেও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে একগুচ্ছ গাফিলতির অভিযোগ উঠে এসেছে। ধসের জেরে বড়সড় গর্ত হয়ে গিয়েছে বেশ কিছু এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ধস নামার ঘটনা ঘটে পশ্চিম বর্ধমান (Pashchim Bardhaman) জেলার অন্ডালের মধুসূদনপুর এলাকায়। ওই এলাকায় ইসিএলের পরিত্যাক্ত খোলা মুখের খনি রয়েছে। অন্ডালের (Andal) কাজোরা এলাকায় থাকা পরিত্যক্ত খোলা মুখের খনি থেকে প্রতিনিয়ত অবৈধ কয়লা চুরি হয়ে চলেছে। যার ফলে ভূগর্ভ ক্রমশ ফাঁকা হচ্ছে। এই কারণে বিগত কয়েক মাস ধরেই ধস নামছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়। আসানসোল, রানীগঞ্জ এবং অন্ডালের বিভিন্ন প্রান্তেও এই ঘটনা বেশ কিছু দিন আগেও ঘটেছে।
সম্প্রতি অন্ডালের ধান্ডাডিহি এলাকায় ধস নামার ঘটনা ঘটে। একাধিক বাড়িতে ফাটল পর্যন্ত দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, যত দ্রুত সম্ভব এই বিষয় নিয়ে কোন কড়া পদক্ষেপ নিক ইসিএল কর্তৃপক্ষ। নচেৎ সেই এলাকার জনজীবন দফায় দফায় বিপন্ন হয়ে যাবে। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারেই স্পষ্ট। স্থানীয়দের আরও অভিযোগ ইসিএল কর্তৃপক্ষকে এ বিষয়ে আগেও জানানো হয়েছে। কিন্তু তাদের এদিকে কোন ভ্রুক্ষেপ নেই। নজরদারির অভাব এবং চূড়ান্ত গাফিলতির নিদর্শন হল কয়েক দিন বাদে বাদে ধসনামা এবং বাড়িতে ফাটল ধরা। জানা যায়, এদিন ধস নামা এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় থানার পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম