।। প্রথম কলকাতা ।।
Propose Day: আপনি প্রপোজ ডে- তে (Propose Day) বলিউড স্টাইলে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা আংটি বের করে দেবেন? নাকি মনের মানুষকে কোনও ক্যাফেতে ডেকে সেখানে হার্ট শেপের বেলুন, গোলাপ দিয়ে নিজের প্রেম নিবেদন করবেন? যাই করুন না কেন একটু ভেবে করবেন!
কাওকে পছন্দ হল, তাকে প্রপোজ করে (Propose Day) বসলেন। এমনটা ভুলেও করবেন না। আপনার সমস্ত চেষ্টা বিফল হতে পারে। বলিউডি কায়দায় ঠাস করে একটা চড় মেরে সেখান থেকে চলে যেতে পারেন আপনার মনের মানুষ! তার পর আর কিছু করার থাকবে না!
হাঁটু মুড়ে বসে প্রপোজ (Propose Day) করার মানে কি জানেন? জেনে নিয়ে প্রেম নিবেদন করুন।হাঁটু মুড়ে বসে প্রপোজ করা মধ্যযুগের সময়কার একটি ঐতিহ্য। এই সময়ে বিবাহ এবং ধর্ম একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। সেসময় পুরুষদের নতজানু হয়ে তাদের নারী সঙ্গীদের কাছে বিয়ের প্রস্তাব দিতে হত।
সঙ্গীকে প্রপোজ করার আগে (Propose Day) কয়েকটা বিষয় জেনে নিন! যেমন আরব আমিরশাহীতে কোনো মেয়েকে প্রপোজ করতে হলে প্রথমে ছেলেটিকে তার মায়ের সাথে কথা বলতে হয়। আয়ারল্যান্ডে প্রস্তাব দেওয়ার জন্য একটি বিশেষ ধরনের আংটি পরান হয়।
লাভ লেটার। এখনকার দিনে বেশ অপ্রাসঙ্গিক ঠিকই, তবে এর মধ্যে একটা রোম্যান্টিক ব্যাপার আছে । তাই চিঠি লিখে মনের কথা বললেও মন্দ হয় না কিন্তু !
অনেকেই আছেন, পছন্দের মানুষটিকে তাঁর মনের কথা (Propose Day) সামনা সামনি বলে উঠতে পারছেন না । তাঁদের জন্য অনলাইন ব্যবস্থা তো আছেই। আপনার কন্ঠস্বর রেকর্ড করে কোনও রোম্যান্টিক মেসেজের মাধ্যমে মনের কথা বলতে পারেন। মনের সঙ্গীকে প্রপোজ করতে হলে আপনি লক্ষ টাকা খরচ যেমন করতে পারেন। তেমনই মন দিয়েও মনের মানুষকে জিততে পারেন সহজেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম