।। প্রথম কলকাতা।।
Abhishek Banerjee: ভোটের ডঙ্কা বেজে গিয়েছে ত্রিপুরেশ্বরী রাজ্যে। শেষ পর্যায়ের প্রচার সারছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনী মরশুম শুরু উত্তর-পূর্বের তিন রাজ্যের ভোট দিয়ে। বাংলার বাইরে নিজেদের দলের ভীত পোক্ত করতে উঠেপড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন দল। পাখির চোখ ত্রিপুরা আর মেঘালয়। আগামী ১৬ তারিখ ভোট ত্রিপুরায় (Tripura)। তার আগে তৃণমূল কংগ্রেসের রোড শো’তে আমজনতার উপচে পড়া ভিড় দেখা গিয়েছে আগরতলার রাজপথে। এত মানুষ রাস্তায় নেমেছিলেন যে দূর-দূরান্ত পর্যন্ত শুধু কালো কালো মাথা নজরে এসেছে। আর সেইসঙ্গে দেখা গিয়েছে TMC’র পতাকা। মঙ্গলবার আম জনতার মধ্যে উচ্ছ্বাস দেখে খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, আজ যাঁরা মিছিলে হাঁটলেন তাঁরা শুধু ভোট দিলেই ত্রিপুরা থেকে সরানো যাবে বিজেপিকে (BJP)।
প্রচারে যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন দলের নির্বাচনী স্লোগান ডবল ইঞ্জিন সরকার’। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এদিন অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, ত্রিপুরেশ্বরী রাজ্য আর ডবল ইঞ্জিন সরকার চায় না। এ রাজ্যের জনগণ বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার চায়। অর্থাৎ তাঁর কথায়, বদল চায় ত্রিপুরার জনতা। দুয়ারে উন্নয়ন চায় তাঁরা। তাঁর পরিষ্কার কথা, মাননীয়ার নেতৃত্বে পরিবর্তন আসবে ত্রিপুরাতে। সেইসঙ্গে, তিনি বলেছেন, বিজেপিকে একমাত্র হারাতে পারে তৃণমূলই। এর কোনও বিকল্প হতে পারে না। পাশাপাশি বাকি রাজনৈতিক দলগুলির না পারাগুলোকে সকলের সামনে তুলে ধরেছেন তিনি।
কর্মীদের উদ্দেশে বলেছেন, এক ইঞ্চিও জমি ছাড়বেন না। মাটি আঁকড়ে লড়াই করুন। আগামী দিনে ফের ত্রিপুরায় যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মীদের জাগিয়ে তুলতে বলেছেন, আগামী ৭ দিন মাটি কামড়ে পড়ে থাকুন। যেখানে আমাকে যেতে বলবেন, যাব। এদিন পদযাত্রায় মমতা ম্যাজিক দেখা গিয়েছে। জনগণের উদ্দেশে অভিষেকের বার্তা, প্রার্থী যেই হোক না কেন, আপনারা ভোট (Tripura Assembly Election 2023) দিন জোড়াফুল দেখে। সেইসঙ্গে ত্রিপুরাতে ‘রূপশ্রী’, ‘লক্ষ্মী ভান্ডার’ আনার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, বাংলার মতোই এখানে উন্নয়নের মডেল হবে। ঘাসফুল শিবির শুধুমাত্র ভাষণ দেয় না, যা বলে তা করে দেখায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম