।। প্রথম কলকাতা।।
Adani Issue: বিগত কয়েকদিন ধরে সংসদে বিরোধীদের বিক্ষোভ জারি রয়েছে। আদানি ইস্যুতে গতকাল সংসদের উভয় কক্ষর হওয়া গরম হয়ে উঠেছিল। এই ইস্যুতে আলোচনার জন্য একত্রিত হয়েছে বিরোধীরা। সোমবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেস (Congress) সহ একাধিক বিরোধী দল। এরপর আজ ফের সংসদে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লোকসভায় বিরোধীদের বিক্ষোভের জেরে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি রাখা হয়। আদানি ইস্যুতে (Adani Issue) নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ আপ। অধিবেশন বয়কটের সিদ্ধান্তে অনড় আম আদমি পার্টি (Aam Admi Party)।
গত ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের। কিন্তু বাজেট পেশের পর আদানি ইস্যুতে বিক্ষোভের জেরে সভার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। আর আলোচনা না হলে সমস্যায় পড়তে পারে সরকারই। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিরোধীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রহ্লাদ যোশী এবং অর্জুন মেঘওয়াল।
লোকসভায় বাজেট পেশ না হলে সরকারকে কোন সমস্যার মুখোমুখি হতে হবে, তা নিয়ে তাঁদেরকে জানানো হয়েছে। উল্লেখ্য, সরকারকে আদানি ইস্যুতে এক চুলও জমি ছাড়তে নারাজ বিরোধী পক্ষ। প্রথমে লোকসভায় যোগদান নিয়ে বিরোধী শিবির সরকারকে আশ্বাস দিলেও, পরে মঙ্গলবার ফের ব্যাহত হয়েছে অধিবেশন।এত বড় একটি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকা মোটেই পছন্দ করছেন না বিরোধীরা। প্রসঙ্গত, শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। “হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্ট অনুযায়ী, কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ারের দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। আর তাই নিয়ে উত্তপ্ত সংসদ চত্বর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম