।। প্রথম কলকাতা ।।
Nora Fatehi: বহু বাধা পেরিয়ে শেষমেশ শুক্রবার দুপুরে ঢাকায় পা রাখলেও, ওপার বাংলার মানুষদের হতাশ করেছেন তিনি। বলিউডে যথেষ্ট জনপ্রিয় নোরা ফাতেহি। বলিপাড়ায় নৃত্যশিল্পী হিসেবে তাঁর কদর হয়। আর তাই তাঁর নাচ দেখতেই ঢাকায় তাঁর অনুষ্ঠানের জন্য টিকিট কেটেছিলেন বহু মানুষ। কিন্তু তাঁর নাচ না দেখতে পেয়ে হতাশ হয়েছেন সকলেই।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’-এর আমন্ত্রণে পৌঁছান অভিনেত্রী। কিন্তু মঞ্চে উঠে নাচ করেননি তিনি। আর তাতেই রেগে আগুন দর্শকরা। কেউ বলেছেন, ‘আমরা একসঙ্গে তিনজন এসেছি। ১৫ হাজার টাকা খরচা হয়েছে। কিন্তু টাকাটা পুরোটাই জলে গিয়েছে। সব মিলিয়ে অনুষ্ঠানটা খুব বোরিং লেগেছে। আমি প্রচন্ড হতাশ হয়েছি’। কেউ আবার বলেছেন, ‘একটা পারফরম্যান্স হলেও করতে পারত। ১০ বা ৫ মিনিট হলেও করতো। ১০ হাজার টাকার টিকিট করেছিলাম। শুধু দেখে তো মন ভরবে না। ওঁনার নাচের জন্যই আমরা পাগল’। ভিআইপি টিকিটধধারী এক দর্শক বলেছেন, ‘একজন ভিআইপি কাস্টমার হিসেবে আমরা যে সম্মানের অধিকারী, তার কিছুই পাইনি। নোরা শুধু এলো দু’মিনিটের জন্য। আমরা আর কিছুই দেখতে পাইনি। আমরা ১৫ হাজার টাকা দিয়ে কিছুই পেলাম না’।
কেউ আবার বলেছেন, ‘আমরা ভেবেছিলাম নোরা ফাতেহি এসে ডান্স পারফরম্যান্স করবেন। উনি হঠাৎ করে এলেন আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে গেল’। অভিনেত্রী এদিন স্টেজে উঠতেই দর্শকরা ‘নোরা নোরা’ বলে চিৎকার শুরু করেন। কিন্তু কোনও লাভ হয়নি। উনি নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু কথা বলে স্টেজ ছাড়েন। তবে সকলের মধ্যে প্রশ্ন, কেন স্টেজে উঠে নোরা নাচলেন না? যেখানে ‘উইমেন লিডারশিপ কর্পোরেশন’-এর পেজে নোরার নাচের অনুশীলনের ভিডিও দিয়ে বলা হয়েছিল, ‘আর ইউ এক্সাইটেড টু দিস ভিডিও’। আর সেখানে অনুষ্ঠানে গিয়ে কিছুই মেলেনি।
মহসিনা খান নামের ভিআইপি টিকিটের এক দর্শক বলেছেন, ‘নোরা ফাতেহির ফেসবুক-ইনস্টাগ্রামে গেলেই তো হাই-হ্যালো শোনা যায়। আমরা এসেছিলাম নাচ দেখতে। এভাবে হতাশ করা আমাদের উচিত হয়নি’। পাশাপাশি আয়োজনের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। মূলত অভিনেত্রীকে ঢাকায় আনার এই আয়োজনটি ছিল ‘উইমেন্স লিডারশিপ কর্পোরেশন’-এর। যার প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া। দর্শকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তাঁর পারফর্ম করার কোনও অনুমতি ছিল না। আইনের প্রতি আমরা দায়বদ্ধ এবং শ্রদ্ধাশীল। তাছাড়া সাত ঘণ্টা জার্নি করে এসে ক্লান্ত ছিলেন অভিনেত্রী। এই অবস্থায় আমাদের পক্ষ থেকেও কিছু বলার থাকে না’। অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড অভিনেত্রী হলেও মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরাই।
এদিন ‘জয় বাংলা বাংলার জয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের দরুন শুরু হয় অনুষ্ঠান। পরবর্তীতে অ্যাওয়ার্ড প্রদান হয়। এইসবের ফাঁকে আবার বিশেষ ফ্যাশন শো নিয়ে মঞ্চে হাজির হন মডেলরা। কিন্তু সবই হয়েছে, শুধু নোরা ফাতেহির নাচ বাদে। যার জন্য বিগত এতদিন ধরে অপেক্ষা করেছিলেন ওপার বাংলার মানুষেরা, সেটাই আর হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম