।। প্রথম কলকাতা ।।
Mamata-Abhishek: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলি জনসংযোগে মন দিয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচন হতে চলেছে ত্রিপুরা (Tripura) বিধানসভায়। তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরায় যাচ্ছেন প্রচারে। সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে একই দিনে অর্থাৎ সোমবার ত্রিপুরা রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন ত্রিপুরার শান্তির বাজার এবং খোয়াইয়ে জনসভা করার কথা রয়েছে অমিত শাহের (Amit Shah)। একটি মিছিলের কর্মসূচিও রয়েছে। যা সোমবার বিকেলে হতে চলেছে আগরতলায়। এমতো পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে ত্রিপুরায় গিয়ে পৌঁছাবেন, এমনটাই মিলেছে সূত্রের খবর। তবে আজ ত্রিপুরাতে মমতা-অভিষেকের কোন জনসভা নেই। বরং প্রথমে তাঁরা দর্শন করবেন ত্রিপুরেশ্বরী মন্দির। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে আগামীকাল। মঙ্গলবার আগরতলাতেই রোড শো করবেন মমতা এবং অভিষেক।
৭ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হবে একটি পদযাত্রা। সেই পদযাত্রা বিভিন্ন জায়গা ঘুরে এসে শেষ হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য দলীয় ইস্তাহার (Manifesto) প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সেই ইস্তাহারে দলের তরফ থেকে মহিলাদের জন্য একাধিক প্রকল্পের কথা বলা হয়েছে। ত্রিপুরার দলীয় ইস্তাহারে উল্লেখ রয়েছে বাংলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের। পশ্চিমবঙ্গে যেমন রূপশ্রী প্রকল্প রয়েছে, ঠিক তেমনি ত্রিপুরাতে তৃণমূল জয়যুক্ত হলে প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে মোট দশটি বিষয়ে উল্লেখ করা হয়েছে তৃণমূলের ইস্তাহারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম