।। প্রথম কলকাতা ।।
Parvez Musharraf: রবিবার প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। বিগত বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রায় দু সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছিল দুবাইয়ের একটি হাসপাতালে। সেখানেই এদিন মৃত্যু হয় তাঁর। এমনটাই খবর পাকিস্তানের ‘জিও নিউজ’ সূত্রে।
পাকিস্তানের এই সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পারভেজ মুশারফ (Parvez Musharraf) দু সপ্তাহ ধরে দুবাইয়ের ‘আমেরিকান হসপিটালে’ চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বিগত বছরে মোশারফের পরিবারের তরফ থেকে এটি ট্যুইট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল , পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এমন একটি শারীরিক অসুস্থতায় ভুগছেন যেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসা সহজ নয়। অবশেষে মৃত্যুর কোলেই ঢলে পড়লেন তিনি। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর।
আজ তাক বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বলছে, তিনি অ্যামাইলয়েডোসিসে (Amyloidosis) ভুগছিলেন। এটি এমন এক ধরনের বিরল রোগ যা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং টিস্যু গুলিকে সঠিকভাবে কাজ করতে দেয় না। উল্লেখ্য, পারভেজ ১৯৪৩ সালে ১১ই অগাস্ট জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতের দিল্লিতে। যদিও তারপর তাঁর পরিবার চলে যায় পাকিস্তানে। সেখানে করাচির সেন্ট প্যাট্রিক্স স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে দেশের সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পারভেজ মুশারফ পাকিস্তানের দশম রাষ্ট্রপতি ছিলেন বলে জানা যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম