।। প্রথম কলকাতা ।।
Arunachal Pradesh: শনিবার অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর দোন্যি পোলোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘নতুন এই বিমানবন্দর অরুনাচলে বাণিজ্য এবং পর্যটনশিল্পে নতুন মাত্রা আনবে’। রাজধানী ইটানগর থেকে এর দূরত্ব ২০ কিলোমিটারের সামান্য বেশি। বিগত দিনে ইটানগরের নিকটতম বিমানবন্দর ছিল ৮০ কিলোমিটার দূরের অসমের লিলাবাড়ি বিমানবন্দর।
২০১৯-এ ইটানগরের হলঙ্গিতে এই বিমানবন্দরের শিলান্যাস করেছিলেন মোদী। এরপর ২০২২-এ তার উদ্বোধন করেছেন নমো। নমোর কথায়, ‘যখন বিমানবন্দরের শিলান্যাস করেছিলাম সকলে বলেছিল এটি নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু আজ বিমানবন্দরের উদ্বোধন করলাম। রাজনীতিবিদদের পুরনো ধারণা থেকে বেরিয়ে আসা দরকার। সবকিছুর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজতে যাওয়া উচিত নয়’। অন্যদিকে এই বিমানবন্দরে শুধু যাত্রীবাহী বিমান নয়, ওঠানামা করতে পারবে যুদ্ধবিমানও। সরকারি সূত্রে, ৬৯০ একর জমির উপর এই বিমানবন্দরটি তৈরি করতে খরচ ৬৪৫ কোটি টাকার কাছাকাছি পড়েছে।
প্রথমে এই বিমানবন্দর চলতি বছরের স্বাধীনতা দিবসের দিন আমজনতার জন্য খোলার কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এবার অরুণাচলবাসীকে শনিবার নতুন বিমানবন্দর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। একসঙ্গে ২২০ জনের কাছাকাছি যাত্রী আসা-যাওয়া করতে পারবে এই বিমানবন্দরে, রানওয়ের দৈর্ঘ্য ২৩০০ মিটার। বোয়িং ৭৪৭ বিমানও এখান দিয়ে ওঠানামা করতে পারবে। সেইসঙ্গে এদিন অরুণাচলের কামেং জেলার ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন নমো।
জানা গিয়েছে, যে কোনও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই বিমানবন্দরে বিমান আসা-যাওয়া করতে পারবে। এদিকে বিমানবন্দরের নামে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। ‘দোনি’ শব্দের অর্থ সূর্য ও ‘পোলো’ শব্দের অর্থ চাঁদ। এই নিয়ে ২০১৪-র পর দেশ জুড়ে সাতটি বিমানবন্দরের উদ্বোধন করেছেন নমো। সরকারের বক্তব্য, এই বিমানবন্দরের দরুন বাণিজ্য ও যোগাযোগ সবটাই সহজ হবে। কিন্তু ওয়াকিবহাল মহলের কথায়, ভারত-চিন সীমান্তের পরিবহন ব্যবস্থাতে উন্নতি আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই এই বিমানবন্দর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম