।। প্রথম কলকাতা ।।
৩০শে জানুয়ারী থেকে শুরু হয়েছে খেলো ইন্ডিয়া যুব গেমস (KIYG) ২০২৩। মধ্যপ্রদেশে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আগামী ১১ ফেব্রুয়ারি। মধ্যপ্রদেশের আটটি শহর ভোপাল, বালাঘাট, গোয়ালিয়র, ইন্দোর, জবলপুর, মহেশ্বর, মান্ডলা এবং উজ্জয়নে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আয়োজন করা হয়েছে। সারা ভারত থেকে মোট ৬,০০০ অ্যাথলিট অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। এই খেলো ইন্ডিয়া টুর্নামেন্টের মধ্য দিয়ে সারা দেশে খেলাধুলাকে উত্সাহিত করাই ভারত সরকারের একমাত্র লক্ষ্য।
পঞ্চম দিনের শেষে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ১৪ স্বর্ণ পদক, ১৭ রৌপ্য পদক ও ১২ ব্রোঞ্জ পদক সহ মোট ৪৩ পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মহারাষ্ট্র। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আয়োজক মধ্যপ্রদেশ। তাদের দখলে রয়েছে ১৪ স্বর্ণপদক, ৭ রৌপ্য পদক, ৪ ব্রোঞ্জ পদক। ১১ স্বর্ণপদক, ৬ রৌপ্যপদক ও ৪ ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে হরিয়ানা। ষষ্ঠস্থানে রয়েছে বাংলা। বাংলার দখলে রয়েছে ৪ স্বর্ণপদক, ৪ রৌপ্যপদক ও ৩ ব্রোঞ্জপদক।
Have a look at the Medal Tally of the #KheloIndia Youth Games 2022, 3rd February 2023 👇#KIYG2022 #KheloIndiaInMP@ChouhanShivraj @yashodhararaje pic.twitter.com/ESYKxenkdm
— Khelo India (@kheloindia) February 3, 2023
পঞ্চমদিনে পোল ভল্ট জাতীয় যুব রেকর্ড গড়লেন মধ্যপ্রদেশের দেবকুমার মিনা। রাকেশ গন্ডের জাতীয় রেকর্ড ৪.৯০ মিটার ভেঙে দিয়ে নতুন রেকর্ড (৪.৯১) গড়েছেন।
National Record Alert 🚨
Dev Meena from #MadhyaPradesh set a new national record at a height of 4.91m in Boy's Pole Vault event at the #KIYG2022 🤩👍
The previous National record was set by Rakesh Gond from #Vadodara at 4.90m✌️#KheloIndiaInMP@yashodhararaje pic.twitter.com/LWSKYjgMlf
— Khelo India (@kheloindia) February 3, 2023