।। প্রথম কলকাতা।।
Hooghly: উচ্চশিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছে নিয়ে দিন কাটাচ্ছেন তমা। তবে তাঁর উচ্চশিক্ষার খরচ চালানোর সামর্থ্য নেই পরিবারের । তাই শেষ অবধি নিজের রাস্তা নিজেকেই বেছে নিতে হয়েছে। বাবার পুরনো টোটোর বদলে কেনা হয়েছে নতুন টোটো। আর সেই টোটো চালিয়ে যা আয় হবে ওই টাকায় চলবে সংসারসহ তাঁর পড়াশোনা। হুগলির চাঁপদানীর বাসিন্দা তমা দত্ত সত্যিই বর্তমান সহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণস্বরূপ।
দ্য ওয়ালে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, তমা বর্তমানে শ্রীরামপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বাংলা নিয়ে পড়ছেন তিনি । বাবা টোটো চালিয়েই সংসার টেনে এসেছেন। তবে বাবার সেই টোটো পুরনো হয় খারাপ হয়ে গিয়েছিল । টোটো না চললে সংসারই বা চলবে কী করে আর পড়াশোনাই হবে কী ভাবে ? এই চিন্তা কুড়েকুড়ে খাচ্ছিল তাকে। নতুন টোটো কেনার মত তেমন সামর্থ্য ছিল না পরিবারের । ঠিক সেই সময় তমার পাশে এসে দাঁড়ান চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র এবং এলাকার বিধায়ক অরিন্দম গুঁইন।
তাদের সহযোগিতা সহ মায়ের গয়না বিক্রির টাকা এবং নিজের স্কলারশিপের টাকা মিলিয়ে কোনমতে একটি নতুন টোটো কেনার মত টাকা জোগাড় করে নেয় তমা। এরপর সে শনিবার গিয়ে পৌঁছায় চুঁচুড়ার একটি টোটো শোরুমে। হুগলি মোটরস নামে ওই শোরুমের মালিক শেখ নাসিরুদ্দিন তমার এই লড়াইয়ের গল্প শুনে নিজের মতো করেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নতুন টোটোর যা দাম তাতে অনেকটাই ছাড় দিয়েছেন তিনি শুধুমাত্র তমার জন্য। তবে তমা জানান ,টোটো চালানো তা্র ভবিষ্যৎ নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংসার টানতে এই কাজই এখন তাকে বেছে নিতে হয়েছে।
বাড়িতে রয়েছে ভাই বোন । তাই বাড়ির বড় মেয়ে হওয়ায় দায়িত্ব-কর্তব্য রয়েছে তাঁর কাঁধে। তাকে ভরসাও করে পরিবার । নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এইভাবেই কোথাও না আটকে এগিয়ে যেতে চাইছেন তমা । তাঁর মা অঞ্জলি দত্তের কথায়, মেয়ের পড়াশোনা করার ইচ্ছে আগাগোড়াই ছিল। নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চায় সে। কিন্তু নতুন টোটো কেনার টাকা জোগাড় করে টোটো চালিয়ে পড়াশোনা করার মত সাহসিকতার কাজ যে তমা করবে তা আগে কল্পনাও করতে পারেননি তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম