।। প্রথম কলকাতা ।।
Firhad Hakim: শহর কলকাতাকে দূষণমুক্ত করে তোলার জন্য কলকাতা পুরসভা তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু তারপরেও তিলোত্তমার দূষণ মাত্রাকে কোন ভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না। শহরের বুকে প্রতিদিন সকালের আলো ফোটার পর থেকে সারারাত পর্যন্ত চলছে গাড়ি। এরকম পরিস্থিতিতে দূষণ নিয়ে চিন্তার কালো ছায়া দেখা গিয়েছিল কলকাতা পৌরসভার (KMC) কপালে। তবে এবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) স্বস্তির বার্তা দিলেন। জানালেন শহরকে দূষণমুক্ত করতে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেই জোর দেবেন তাঁরা।
শহরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক বাস চলছে। কিন্তু ব্যক্তিগত ব্যবহারের গাড়িগুলি পেট্রোল ডিজেলেই চলে। সেই গুলিও যদি ব্যাটারি (Battery) চালিত করা যায় তাহলে দূষণের মাত্রা অনেকটাই কমবে। একইসঙ্গে কলকাতা পৌরসভার যে সকল গাড়িগুলি ১৫ বছরের পুরনো সেগুলোকে বদলে ব্যাটারি চালিত গাড়ি আনা হবে বলে জানালেন ফিরহাদ। শুক্রবার এই পরিকল্পনা বাস্তবায়িত করতে এক ধাপ এগিয়েছেন মেয়র। তিনি গাড়ি নির্মাণ সংস্থা মহেন্দ্রার একটি ব্যাটারি চালিত গাড়ির টেস্ট ড্রাইভ করেন বলেও জানা যায়।
এরপরই ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার যে গাড়িগুলি শহরের বিভিন্ন জায়গায় চলে সেই গাড়িগুলিকেও এবার ধাপে ধাপে ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করার কাজ শুরু করা হবে। এর মাধ্যমে শহরে দূষণের মাত্রা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবে কলকাতা পৌরসভা। ব্যক্তিগত ক্ষেত্রে ব্যাটারি চালিত গাড়ি চলাচল শুরু হয় তো এক ধাক্কায় হবে না। কিন্তু কলকাতা পুরসভার যে সকল গাড়ি গুলি ১৫ বছরের বেশি বয়সী তাদের পরিবর্তন করা হবে ব্যাটারির গাড়ি দিয়ে। অন্যদিকে, কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের নেপথ্যে আরও এক যুক্তি রয়েছে। কিছুদিন পূর্বেই কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে, ১৫ বছরের পুরনো গাড়িগুলি বাতিল করার প্রক্রিয়া শুরু করা হবে ১ এপ্রিল থেকে। ওই প্রক্রিয়া শুরু হওয়ার আগে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ফেলেছে কলকাতা পুরসভা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম