।। প্রথম কলকাতা ।।
Flight Ticket Booking Tips: বিমানের টিকিট (Flight Ticket) শুনলেই অনেকের মাথাতে চলে আসে খরচের কথা। তখন হিসাব করতে বসে যান কিভাবে খরচ কমানো যায়। বেড়াতে যাওয়ার আগে যদি এক ধাক্কায় অনেকটা টাকা বিমান টিকিটের (Flight Ticket) পিছনে বেরিয়ে যায় তখন তো মন খারাপ হবেই। আপনি খুব সহজেই বিমান টিকিটের খরচ কমাতে পারেন। তার জন্য মেনে চলতে হবে কয়েকটা টিপস। বিমানের টিকিটের খরচ হবে ট্রেনের টিকিটের মতো।
বিমান টিকিট কাটার বিশেষ টোটকা
(১) আপনি যদি বারংবার নির্দিষ্ট একটি রুটে টিকিটের দাম চেক করতে থাকেন তাহলে কিন্তু দাম বেশি দেখাতে পারে, অনেকটা ট্যাক্সির অ্যাপের মতো। কারণ যে কোনো ওয়েবসাইট খুব সহজেই আপনার পূর্ববর্তী অনুসন্ধান ইতিহাস সংরক্ষণ করে রাখতে পারে। তাই যখন বিমানের দাম চেক করবেন তখন ব্যবহার করুন ইনকগনিটো।
(২) টিকিট কাটার সময় সময়ের দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে ভ্রমণের পরিকল্পনা করে টিকিট কাটতে গেলে ভুল করবেন। ভ্রমণের পরিকল্পনা বেশ কয়েক সপ্তাহ আগে করুন। পাঁচ থেকে ছয় সপ্তাহ আগে বিমানের টিকিট কাটলে সেক্ষেত্রে খরচ একটু কমবে।
(৩) যদি মনে করেন ভ্রমণের ক্ষেত্রে হাতে কিছুটা সময় রয়েছে সেক্ষেত্রে কানেক্টিং রুটের বিমানের টিকিট বুক করতে পারেন। সরাসরি একটা টিকিটে গন্তব্যে পৌঁছাতে গেলে বিমানের টিকিটের দাম অনেকটা বেশি হবে, তার বদলে যদি কানেক্টিং রুটের বিমানের টিকিট কাটেন সেক্ষেত্রে খরচ কমবে।
(৪) ছুটির দিনগুলিতে বিমানের টিকিটের দাম স্বাভাবিকের থেকে একটু বেশি থাকে। তাই টিকিট কাটার সময় ছুটির দিনগুলির দিকে একটু খেয়াল রাখুন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকে দেখে নিন ছুটির দিনের তালিকা। ছুটির দিনের আগে কিংবা পরে টিকিট কাটতে পারেন।
(৫) বিমানের টিকিট কাটার সময় একেবারে তাড়াহুড়ো করলে চলবে না। ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে সময় নিয়ে টিকিট কাটতে হবে। একটা ওয়েবসাইটে ঢুকে তাড়াহুড়ো করে টিকিট কেটে ফেললে ভুল করবেন। প্রথমে বেশ কয়েকটি ওয়েবসাইট ভালোভাবে চেক করুন। বিমানের টিকিটের দাম দেখে তবেই টিকিট বুক করুন। বিভিন্ন ওয়েবসাইটে দাম ওঠা নামা করে। এমনকি বিমানের অফিসিয়াল ওয়েবসাইটেও বিমানের দাম কখনো বেশি বা কম দেখায়। তাই ভালো করে চেক করে তবেই টিকিট কাটবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম