।। প্রথম কলকাতা ।।
Top Fights: ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই পরিস্থিতি বেশ সরগরম। কোন দল জোট বাঁধছে, কোন দল একক ভাবে লড়াই করছে, আবার কোন দল কোথায় কোন প্রার্থী দিচ্ছে এই নিয়ে চলছে বহু আলোচনা। এরই মাঝে মেঘালয় বিজেপির (Meghalaya BJP) প্রার্থী ঘোষণা করা হল। প্রার্থী তালিকায় রয়েছে প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা বার্নার্ড এন মারাক (Bernard N Marak)। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমার (Conrad Sangma) কেন্দ্র থেকে।
মুখ্যমন্ত্রী সাংমা, মেঘালয়ের দক্ষিণ তুরা সংসদীয় কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। সেখানেই গেরুয়া শিবির তাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে বার্নার্ডের। এক সময় এই বিজেপি (BJP) নেতা মেঘালয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শুধু তাই নয়, এই নেতার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা রয়েছে, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই ধরনের কোন একটি মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল বার্নার্ডকে। ২০২২ সালের নভেম্বর মাসে তিনি মেঘালয়ের একটি আদালত থেকে জামিনে মুক্তি পান।
এরপর বার্নার্ড যোগ দেন বিজেপিতে। দলের তরফ থেকে মেঘালয় বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বলা হয়, মেঘালয়ে বিজেপির তরফ থেকে কারা কারা বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তা ঠিক করার জন্য বুধবার একটি নির্বাচনী কমিটির বৈঠক বসে। সেই কমিটির নেতৃত্ব দিয়েছিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ওই বৈঠকেই সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা তথা বর্তমানে বিজেপির অন্যতম নেতৃত্ব বার্নার্ড এন মারাককে মুখ্যমন্ত্রী সাংমার বিরুদ্ধে লড়াই করতে হবে।
এদিকে ন্যাশনাল পিপলস পার্টি বর্তমানে মেঘালয়ে শাসক দলের পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী হলেন কনরাড সাংমা। ২০২৩ এর মেঘালয় বিধানসভা নির্বাচনে ৭ টি আসনের মধ্যে বিজেপির তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে মাত্র ২০ টি আসনে। আর বাকি ৪০টি আসনে প্রার্থী দেবে জোট NDPP পার্টি। চলতি বছরে নির্বাচনে বিজেপির ট্যাগলাইন রাখা হয়েছে ‘এম-পাওয়ার’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম