।। প্রথম কলকাতা ।।
Tripura Assembly Election: ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রচার পর্ব। ২০২৩ সালের বিধানসভা নির্বাচন হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই। তবে নাগাল্যান্ড এবং মেঘালয়ের থেকে আগে হতে চলেছে ত্রিপুরা বিধানসভা ভোট। আগামী ১৬ ফেব্রুয়ারি সেখানে বিধানসভা নির্বাচন। ত্রিপুরার (Tripura) শাসক দল থেকে শুরু করে বিরোধী দল সকলেই জোরকদমে ভোট ময়দানে প্রচারের কাজ শুরু করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে ত্রিপুরার ভোট ময়দানে কোন কোন বিষয়গুলি বড় ফ্যাক্টর (Election Factor) হয়ে দাঁড়িয়েছে?
ত্রিপুরার ভোট ফ্যাক্টর
ত্রিপুরা রাজ্যটিতে সবসময়ই একটা বড়সড় ফ্যাক্টর হল কর্মসংস্থান। সেই রাজ্যের শাসক দলের কাছে কর্মসংস্থান চিরকালই বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে গিয়েছে। তাই ২০২৩ এর বিধানসভা নির্বাচনে কর্মসংস্থান ফ্যাক্টরটি অন্ততপক্ষে বদল হচ্ছে না। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব রাজ্য সরকারের। কাজেই ত্রিপুরার জন্য এই আইন শৃঙ্খলা বেঁধে রাখাও একটা বড় ফ্যাক্টর। অন্যদিকে এই বছর অর্থাৎ ২০২৩ এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার রাজনীতিতে বেশি প্রাসঙ্গিক একটি বিষয় হয়ে উঠেছে প্রদ্যোৎ কিশোরের তিপ্রামোথা পার্টি।
২০১৮ সালে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) বাম শক্তিকে সরিয়ে দিয়ে শাসক দল হিসেবে জায়গা করে নিয়েছিল বিজেপি। তবে বিজেপির সঙ্গে জোট করেছিল যে দলগুলি সেখান থেকে অনেক নেতৃত্বরাই পরবর্তীতে তাদের রাজ বংশের দল তিপ্রামোথাতে যোগদান করে। কাজেই তিপ্রামোথা পার্টির পৃথক তিপ্রাল্যান্ড এর দাবি বর্তমান রাজনীতির আঙ্গিনায় যথেষ্ট প্রভাব ফেলতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCBR) তরফ থেকে প্রকাশ করা একটি ডেটা অনুযায়ী, ২০২১ সালে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক হিংসা হয়েছে সবথেকে বেশি। কাজেই ত্রিপুরার বিধানসভা ভোটে এই বিষয়টিও একটা বড় ফ্যাক্টর।
২০১৮-র বিধানসভা নির্বাচন
দুই দশক ধরে ত্রিপুরাতে বাম শক্তি তার প্রভাব বিস্তার করেছিল। কিন্তু ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে। কারণ সেখানে বামেদের হারিয়ে মসনদে বসে বিজেপি। তাঁরা ত্রিপুরার সাতটি আসনের মধ্যে জয়ী হয়েছিল ৩৬ টি আসনে। এবার সেই আসন গুলিতে উন্নয়ন হয়েছে এমন অঙ্ক সামনে রেখেই ২০২৩ সালের ত্রিপুরা ভোটেও জয়লাভ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তবে সেবারের বিধানসভা ভোটে কংগ্রেস ৬০ টি আসনের মধ্যে একটিতেও জয়ী হয়নি। এবারে ত্রিপুরায় বিজেপিকে আটকাতে বাম কংগ্রেস একজোট হয়ে কাজ করবে এমনটাই জানা গিয়েছিল। যদিও প্রার্থী তালিকা ঘোষণার পর সেখানেও কিছু গড়মিল দেখা দেয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম