।। প্রথম কলকাতা ।।
Perfume Bomb: ভারতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সুগন্ধি বোমা দিয়ে। নামটা শুনে একটু অবাক হচ্ছেন। হয়ত ভাবছেন, সুগন্ধি বোমা (Perfume Bomb) জিনিসটা আবার কি? প্রজাতন্ত্র দিবসের ঠিক কয়েকদিন আগে ২১শের জানুয়ারি ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মুর (Jammu) নারওয়াল। সেদিনের সেই জোড়া বিস্ফোরণের রহস্য এবার ফাঁস হল। মাত্র ২০ মিনিটের ব্যবধানে দুটো বিস্ফোরণ ঘটেছিল। যে ঘটনায় আহত হয় ৯ জন। বেশ কয়েকদিন ধরেই জোর কদমে চলছিল তদন্ত। এর মাঝে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রকাশ্যে আনল এমন এক বিস্ফোরক তথ্য যা জানলে অবাক হবেন।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানান, জম্মুতে জোড়া বিস্ফোরণে (Jammu Twin Blasts) ব্যবহার করা হয়েছিল সুগন্ধি বোমা অর্থাৎ পারফিউম বম্ব (Perfume Bomb)। সন্ত্রাসবাদীরা ব্যবহার করেছে এক ধরনের পারফিউম ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এই ধরনের ঘটনা জম্মুতে আগে কোনদিন হয়নি। এই প্রথম এখান থেকে উদ্ধার হল পারফিউম বম্ব। এর আগে বিভিন্ন দেশ থেকে এই ধরনের বিস্ফোরণের খবর এসেছিল, তবে জম্মুতে এই প্রথম।
পারফিউম বম্ব কী?
পারফিউমের বোতলে বা সুগন্ধির শিশিতে বিশেষ উপায়ে বিস্ফোরক পদার্থ রেখে দেওয়া হয়। যদি কেউ ওই বোতলটি খোলার চেষ্টা করেন বা কোন রকম ভাবে ওই বোতলের মুখের উপর চাপ দেন তাহলে তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তৈবার সদস্য আরিফকে। জম্বু রিয়াসি জেলার বাসিন্দা আরিফ একসময় সরকারি স্কুলের শিক্ষকতা করত। পরবর্তীকালে যোগ দেয় লস্কর-ই- তৈবাতে। তার কাছে মোট তিনটি পারফিউম আইডি পৌঁছে দিয়েছিল সন্ত্রাসবাদী কাসিম। যে লস্কর-ই-তৈবার কমান্ডার ছিল। ধৃত আরিফের কাছ থেকেও আরেকটি এই ধরনের বিস্ফোরক পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে।
রাস্তায় যদি কোন সুগন্ধির বোতল পড়ে থাকে, তাহলে হাত দেওয়ার আগে একটু সাবধানে থাকবেন। দেখে মনে হবে ভিতরে সুগন্ধি ভর্তি। তারপর ঢাকনা খুলতেই কিংবা বোতলের মুখের উপর চাপ দিতেই বিস্ফোরণে কেঁপে উঠবে চারিদিক। সীমান্তের ওপার থেকে এপারে চলে আসছে এই ধরনের পারফিউম বম্ব। এই বোতলে মূলত ভরা থাকে আইইডি। ভারতও হাত গুটিয়ে একেবারে বসে নেই। জঙ্গিরা যত অপ্রচলিত উপায় বার করছে ততই তাদের কৌশল ধরতে নয়া টেকনিক বার করছে ভারত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম