।। প্রথম কলকাতা ।।
অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে নিজের বাড়িতে ফিরলেন হাওড়ার হৃষিতা বসু। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অনুর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিন বঙ্গতনয়া। হৃষিতা বসু ছাড়াও ছিলেন হুগলির তিতাস সাধু ও শিলিগুড়ির রিচা ঘোষ। বৃহস্পতিবার বাড়ি ফিরলেন তিতাস সাধু ও হৃষিতা বসু। দুপুর নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান দুই বঙ্গতনয়া। বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সিএবি কর্তারা। হৃষিতাকে নিতে সকালেই বিমান বন্দরে হাজির হয়েছিলেন হৃষিতার বাবা ও মা৷
এদিন হৃষিতাকে অভ্যর্থনা জানানোর জন্য সকাল থেকেই হাওড়ার বালটিকুরি বকুলতলার বিবেকানন্দ পল্লীতে ছিল সাজা সাজো রব। তিরঙ্গা বেলুন ও পতাকা সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে তোলা হয় বিশ্বজয়ী বঙ্গতনয়াকে। চৌকাঠে নারকেল ফাটিয়ে ঘরে প্রবেশ করেন হৃষিতা। কেক কেটে বাবা-মাকে খাইয়ে দিনটি উদযাপন করেন। পাড়ার মেয়ের এই বড় সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। বিশ্বজয়ী মেয়ে ঘরে ফিরলে তাঁর সঙ্গে আনন্দের শরিক হন হৃষিতার প্রতিবেশীরাও। তাদের সকলকে এদিন ধন্যবাদ জানান হৃষিতা।
হৃষিতা আরও জানান তার এই সাফল্যের মূলে রয়েছে তার বাবা মায়ের প্রচেষ্টা ও তাদের অনুপ্রেরনা। এখন তাঁর একটাই লক্ষ্য মহিলা আইপিএল। আর মহিলা আইপিএলকে সামনে রেখেই ভারতীয় সিনিয়র দলে সুযোগ করে নিতে চান হৃষিতা।