।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: বৃহস্পতিবার অর্থাৎ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসে পৌঁছাবেন পূর্ব বর্ধমানে। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলাকে একসঙ্গে নিয়ে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গোদার মাঠে আজ আয়োজন করা হয়েছে বিরাট জনসভার। এই সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনা, উদ্বোধন এবং শিলান্যাস করবেন। এছাড়াও সরকারি পরিষেবা তুলে দেবেন জনসাধারণের হাতে।
গত সোমবার থেকে জেলা সফরে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি গিয়েছিলেন বীরভূম। সেখান থেকে মালদা তারপর আবার বীরভূমের সভা। আজ হেলিকপ্টারে করে বীরভূম থেকে সোজা পূর্ব বর্ধমান। অন্যান্য জেলা সফরে গিয়ে সেখানকার জনসভা থেকেও উপভোক্তাদের হাতে নানা সরকারি পরিষেবা তুলে দিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানেও তাঁর ব্যতিক্রম ঘটবে না। জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই জেলার প্রায় ৪০ টি প্রকল্পের উদ্বোধন করা হবে, একই সঙ্গে শিলান্যাস করা হবে ১০৮ টি প্রকল্পের।
সূত্র বলছে, যে প্রকল্পগুলি আজ উদ্বোধন করা হবে সেগুলি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৭১৮৬.৫৪২ লক্ষ টাকা। অন্যদিকে যে প্রকল্পগুলি শিলান্যাস করা হবে সেগুলির বাজেট প্রায় ৩৫৩০৮.৮৫ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে একাধিক ব্লকের রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র, নলকূপ সহ আরও অনেক কিছু। শুধু পূর্ব বর্ধমান নয়, পশ্চিম বর্ধমানের বহু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দুই জেলার প্রশাসনিক কর্তারাই এদিনের সভাস্থলে উপস্থিত থাকবেন। অবশ্যই দুই জেলার আলাদা আলাদা স্টল তৈরি করা হবে। আর সেই স্টলের মাধ্যমে নির্দিষ্ট জেলার উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গুলি তুলে দেওয়ার কাজ করা হবে।
মুখ্যমন্ত্রী আগমনকে ঘিরে বেশ কয়েকদিন আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। গোদার মাঠে শুরু হয়ে গিয়েছিল মঞ্চ বাঁধার কাজ। যা পরিদর্শনে এসেছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। আজকের দিনটির জন্য ওই নির্দিষ্ট এলাকাকে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। প্রায় ১৪০টি সিসিটিভি ক্যামেরা থাকছে মাঠ চত্বরে। যারা সভামঞ্চে এসে উপস্থিত হবেন সেই সকল মানুষদের ব্লক থেকে বাসের মাধ্যমে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। বর্ধমানের অন্যতম বড় শীতকালীন অনুষ্ঠান কাঞ্চন উৎসবের সূচনা করবেন তিনি। এছাড়াও জেলা শাসকের অফিস এলাকায় সুফল বাংলা বিপণির উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম