।। প্রথম কলকাতা ।।
আইসিসি (ICC) পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের-উচ্চ রেটিংয়ে পৌঁছেছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। ভারতীয় মিডল অর্ডার ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে ৪৭ রান করে ৯১০ পয়েন্ট অর্জন করেছেন। যদিও দ্বিতীয় ম্যাচে ৩১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে ২ পয়েন্ট কমে ৯০৮ রেটিং পয়েন্টে দাঁড়ায়। আহমেদাবাদে তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমারের কাছে পয়েন্ট বাড়ানোর সুযোগ রয়েছে।
Surya continues to shine on the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings 🔥#ICCRankings | Details ⬇️https://t.co/APBgTrIHGO
— ICC (@ICC) February 1, 2023
১ ফেব্রুয়ারি, বুধবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সূর্যকুমার পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের জন্য ইংল্যান্ডের ডেভিড মালানের থেকে কয়েক পয়েন্ট দূরে রয়েছেন। ২০২০ সালে ৯১৫ পয়েন্ট অর্জন করেছিলেন মালান। ইংল্যান্ড ব্যাটারের পর ভারতের সূর্যকুমার যাদব বর্তমানে সর্বকালের দ্বিতীয় সেরা রেটিং পেয়েছেন।
অন্যদিকে ব্যাটার ও বোলারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা উপরে উঠে এসেছেন। ফিন অ্যালেন আট ধাপ লাফিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৯তম স্থানে উঠে এসেছেন। যেখানে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত অর্ধশতকের পর ড্যারিল মিচেল নয় ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন। মিচেল স্যান্টনার দুই ধাপ লাফিয়ে বোলারদের তালিকায় নবম এবং অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন।