।। প্রথম কলকাতা ।।
Union Budget 2023: ১ ফেব্রুয়ারি বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ভারত সরকারের সাধারণ বাজেট পেশ করছেন। যেখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে সাতটি প্রধান বিষয়ের উপর। এই সাতটি বিষয়ের নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি। সেই তালিকায় রয়েছে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, লক্ষ্যে পৌঁছানো, অবকাঠামো এবং বিনিয়োগ, সম্ভবনার উন্মোচন, সবুজ বৃদ্ধি, যুবশক্তি ও আর্থিক খাত। বাজেটের ঘোষণা অনুযায়ী বড়সড় গুরুত্ব পেতে চলেছে প্যান কার্ড।
ব্যবসায়িক ক্ষেত্রে কেওয়াইসি-এর জন্য প্যান কার্ড গ্রহণ করা হবে।
- ২০২২ সালে UPI-এর মাধ্যমে প্রায় ১২৬ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছিল।
- ৫০টি অতিরিক্ত বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার এরো ড্রোন, আঞ্চলিক বিমান যোগাযোগ উন্নত করতে অগ্রিম ল্যান্ডিং গ্রাউন্ড আপগ্রেড করা হবে।
- গুরুত্ব দেওয়া হবে প্রাকৃতিক চাষের উপর। আগামী ৩ বছরে এক কোটি কৃষক বিশেষ সহায়তা পেতে চলেছে। যাতে তারা প্রাকৃতিক চাষাবাদে গুরুত্ব দিতে পারে।
- প্রায় ১০ হাজার বায়ো-ইনপুট ইনস্টিটিউট সেন্টার স্থাপন করা হবে। যেখানে তরুণরা আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে। দেশের বিভিন্ন রাজ্যে ৩০টি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার প্রতিষ্ঠিত হবে।
- প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান আওতায় কারিগরদের সহায়তায় বিশেষ প্যাকেজ পরিকল্পনা করা হয়েছে। এটি পণ্যের গুণমান এবং স্কেল উন্নতি করতে সাহায্য করবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা অধ্যয়নের জন্য তিনটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। এখানে তরুণদের বিশ্বমানের শিক্ষা দেওয়া হবে।
- জাতীয় হাইড্রোজেন মিশনের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯৭০০ কোটি টাকা। লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৫ মেট্রিক মিলিয়ন টন শক্তি সরবরাহ করা।
- জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
- নবায়নযোগ্য শক্তি খাতে ২০,৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম