।। প্রথম কলকাতা।।
Aindrila Sharma Health Update: হাওড়ার বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা শর্মা। প্রতি মুহূর্তে তাঁর জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছেন পরিবার-পরিজনের সঙ্গে তাঁর শুভানুধ্যায়ীরা। সকলেই তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনা করছেন। শুক্রবার এই মর্মে অভিনেত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিস্তারে জানিয়েছেন সব্যসাচী। আর তাতে আশার আলো দেখছেন সবাই। এখন কেমন আছেন ঐন্দ্রিলা?
হাসপাতাল সূত্রে, ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেত্রী। শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। চিকিৎসায় কিছুটা সাড়া দিয়েছেন, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। কোমায় থাকাকালীন শরীরের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ সাময়িক নাড়াচাড়া হতে পারে। কিন্তু এখনই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না চিকিৎসকরা। প্রতিদিন নানা সময় অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে নানা তথ্য সামনে আসছে। এবিপিকে ফোনে ঐন্দ্রিলার বর্তমান পরিস্থিতির মেডিক্যাল টার্মিনোলজি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসক সোহম মজুমদার।
সংবাদ সংস্থাকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট চিকিৎসক জানিয়েছেন, ‘গ্লাসগো কোমা স্কেলে সাধারণ মানুষের মাত্রা থাকে ১৫/১৫। যত কমতে থাকবে, তত ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকবে। ঐন্দ্রিলার ক্ষেত্রে মাত্রাটা রয়েছে ৩-এ। সেক্ষেত্রে রোগীর নিজে থেকে শ্বাস নেওয়ার ক্ষমতাটুকুও থাকবে না। আগামী দিনে জেগে ওঠার প্রবণতাও খুব কম। তবে স্থায়ী কোমা হয়তো এখনই বলা যাবে না। কোমা স্কেলের মাত্রা অনুযায়ী, অতি সংকটজনক অবস্থায় রয়েছেন ঐন্দ্রিলা। কিন্তু হার মানেননি অভিনেত্রীর ছায়াসঙ্গী সব্যসাচী চৌধুরী। তিনি বলেছেন, ‘ঐন্দ্রিলা আছে, থাকবে’।
আরও পড়ুন : Akshay Kumar: ফের ঐতিহাসিক চরিত্রে অক্ষয় কুমার, বাংলায় আসছেন অভিনেতা?
কিন্তু এই ধরনের পরিস্থিতি থেকে কী রোগীকে ফিরিয়ে আনা সম্ভব হয়? রিপোর্ট অনুযায়ী চিকিৎসক বলেছেন, ‘এর কোনও কারেক্টেবেল কজ আছে কিনা সেটা দেখতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে ইমপ্রুভ করার সম্ভাবনা খুব কম। কিন্তু মাথার ভেতর কোনও ব্লিডিং হয়েছে, সেটার অস্ত্রপচার হয়েছে, তাতে ব্লিডিং কমেছে এরকম কোনও কারেক্টেবেল কজ যদি থাকে, তাহলে ইমপ্রুভ করার জায়গা রয়েছে’। চিকিৎসকরা তাঁদের চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না। এখন লড়াকু অভিনেত্রীর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন সবাই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম