।। প্রথম কলকাতা ।।
Budget 2023: ২০২৩ এর ১ ফেব্রুয়ারি থেকে বাজেটের (Budget) বড়সড় পরিবর্তন ঘটবে। কারণ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এই দিন সকাল ১১ টায় বাজেট (Budget) পেশ করার কথা। তারপর বাজারের মূল্য (Market Price) বৃদ্ধিতে বড়সড় প্রভাব পড়তে পারে। প্রতি বছরের মতো ২০২৩এর এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে মানুষের আর্থিক বাজেট। এই অধিবেশনে ঠিক হয়ে যায় কোন পণ্যের দাম কমবে কিংবা কোন পণ্যের দাম বাড়বে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে, যা মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়। এই বাজেট সমাজের সমস্ত স্তরের মানুষকে প্রভাবিত করে। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২৩ এর ১ ফেব্রুয়ারি অর্থ সংক্রান্ত প্রচুর নিয়মে পরিবর্তন আসতে চলেছে। যা সরাসরি আপনার পকেটকে প্রভাবিত করবে। অপরদিকে এই বাজেট দিয়ে মানুষের উচ্চ প্রত্যাশাও রয়েছে। এছাড়াও পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মে।
(১) যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে চান তাহলে এবার তা ব্যয়বহুল হতে চলেছে। আসলে বড় ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডধারীরা। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ক্ষেত্রে এবার ১% ফি চার্জ করা হবে। এই নিয়ম কার্যকর হবে ২০২৩ এর ১ ফেব্রুয়ারি থেকে।
(২) সাধারণত প্রতিমাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। যার দিকে তাকিয়ে থাকে গোটা দেশ। বারবার বাণিজ্যিক গ্যাসের দাম ওঠা নামা করলেও, বেশ কয়েক মাস হয়ে গেল ঘরোয়া সিলিন্ডারের দাম একই জায়গায় রয়েছে। যদিও সেই দাম অনেকটা। হাজার টাকার বেশি দিয়ে গ্যাস কেনা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। যেহেতু ফেব্রুয়ারি মাসের ১ তারিখ, তাই এই দিন আশা করা হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি বা হ্রাস হতে পারে।
(৩) দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। যা কার্যকর হবে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে। কোম্পানির মতে গড় ভিত্তিতে মডেল এবং ভেরিয়েন্টের ওপর নির্ভর করে পেট্রোল আর ডিজেল ইঞ্জিনসহ যাত্রীবাহী গাড়ির দাম ১.২% বৃদ্ধি পাবে।
(৪) যারা নয়ডায় থাকেন তারা সাবধান। যদি ১৫ বছরের পুরনো পেট্রোল আর ১০ বছরের পুরনো ডিজেল চালিত যানবাহন ব্যবহার করেন তারা ১ ফেব্রুয়ারি থেকে একটু সতর্ক থাকুন। কারণ পরিবহন দপ্তর বিপুল সংখ্যক পেট্রোল এবং ডিজেল গাড়ির নিবন্ধন বাতিল করেছিল। এবার সেই গাড়ি আটক করে বাজেয়াপ্ত করা হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম