।। প্রথম কলকাতা ।।
Top Fights: মেঘালয় বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কিছুদিন বাকি। ফেব্রুয়ারির ২৭ তারিখ ২০২৩ এর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মেঘালয়ে। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় (Meghalaya Assembly) ইতিমধ্যেই বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কংগ্রেসের তরফ থেকে এবারের বিধানসভা নির্বাচনে ৫৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ৬০ টি আসনের মধ্যে ৫২ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এককথায় সব মিলিয়ে চলছে জোরদার প্রস্তুতি। কোন দলই নিজের জায়গা এক ইঞ্চিও ছাড়তে নারাজ।
তৃণমূলের তরফ থেকে যে ৫২ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে দুটি আসনে প্রার্থী হিসেবে নাম রয়েছে মুকুল সাংমার (Mukul Sangma)। অর্থাৎ বোঝাই যাচ্ছে মেঘালয়ে তৃণমূলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন মুকুল। তিনি সোংসাক এবং তিকরিকিল্লা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে রাজ্য কংগ্রেস সভাপতি এবং শিলং সংসদীয় আসনের লোকসভা সাংসদ ভিনসেন্ট এইচ পল (Vincent H Paul) এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেসের ঘোষিত ৫৫ জন প্রার্থীর মধ্যে তিনি সুতাঙ্গা সাইপুং বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়বেন এমনটাই জানা গিয়েছে।
২০১৮ সালের মেঘালয় বিধানসভা নির্বাচন ঘিরে তৈরি হয়েছিল টানটান উত্তেজনা। কারণ গতবার বিধানসভা নির্বাচনে বিজেপি মেঘালয়ে প্রার্থী দিয়েছিল ৪৭ টি আসনে । তার মধ্যে কয়েকটি আসনে জয়লাভ করে। তবে ১৯ আসন জয়ী এনপিপি এর সঙ্গে জোট বাঁধে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল আটটি আসনে। তাঁরা আটটি আসনেই জয়লাভ করে। আর কংগ্রেস সেবারে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল। তাঁরা ৬০ টি আসনে প্রার্থী দিয়ে ২১ টি আসনে জিতেছিল। কিন্তু ১৯ আসনে জয়ী ন্যাশনাল পিপলস পার্টি অন্যান্য বেশ কয়েকটি পার্টি সহ বিজেপির সঙ্গে জোট করে একটি জোট রাজ্য সরকার গঠন করে। যার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কনরাড সাংমা।
চলতি বছরে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের বিস্তারকে পাখির চোখ করেছে দল। ঘনঘন উত্তর-পূর্বের এই রাজ্যে জনসংযোগের জন্য এসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাইরে মেঘালয় তাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী। কাজেই তাকে আরও বেশি কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। মুকুল সাংমা যদিও ২০১৮ সালে কংগ্রেসেই ছিলেন। কিন্তু ২০২১ সালের নভেম্বর মাসে তিনি দলবদল করেন। এনপিপির বিরোধী দল হিসেবে মেঘালয়ে কংগ্রেস কাজ করতে পারছে না। এমনটাই সাফাই দিয়েছিলেন তিনি। বেশ কয়েকজন বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করায় মেঘালয়ের প্রধান বিরোধী দলে পরিণত হয় তৃণমূল কংগ্রেস।
ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার মেঘালয় সফর সেরে ফেলেছেন। সেখানকার মানুষের সঙ্গে কথাবার্তা থেকে শুরু করে তাদের একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, মেঘালয়ে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে জনজাতির উন্নতির স্বার্থে তাঁরা কাজ করবে। বাংলায় যেমন মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে, তেমনি মেঘালয়ের মহিলাদের জন্য ভাতা প্রকল্প চালু করা হবে। কাজেই এবার দেখার বিষয় আদৌ কী ফলাফল দাঁড়ায় মেঘালয় বিধানসভা নির্বাচনের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম