।। প্রথম কলকাতা।।
Hindu Rituals: হিন্দুধর্মে বেশ কিছু ফল এবং ফুল আছে যেগুলি পুজো অর্চনার ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হয়ে থাকে । তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফল হল নারকেল । যেকোনো ধরনের পুজো, অনুষ্ঠান এবং শুভ কাজে নারকেল ভাঙার প্রথা প্রচলিত রয়েছে । এমনকি সামান্য নতুন জিনিস কিনলেও তার সামনে নারকেল ( Coconut) ভেঙে সেই জল ছিটিয়ে দিতে দেখা যায় । ভারতের বহু প্রাচীন প্রথাগুলির মধ্যে এটি হল অন্যতম । তবে এই প্রথার সঙ্গে একটা বিশ্বাসও বয়ে চলেছে দীর্ঘদিন ধরে। মহিলারা নাকি নারকেল ভাঙতে পারবেন না । কারণ তাদের হাতে নারকেল ভাঙা অশুভ বলে বিবেচিত হয়।
কেন এমন নিয়ম ?
মূলত নারকেল হল একটি এক বীজ ফল । হিন্দু ধর্মে বীজকে শিশুর সমান মনে করা হয় । কোন মা-ই চাইবেন না যে তার শিশু আঘাত পাক , কষ্ট পাক। একবীজ ফল নারকেল কোন মায়ের হাতে ভাঙা মানে তাঁর শিশুর জীবনে দুঃখ কষ্ট নেমে আসা। এই ধরনের প্রচলিত বিশ্বাসের উপর নির্ভর করেই এখনও পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বী মহিলারা নারকেল ভাঙেন না। এই কাজটি করে থাকেন বাড়ির পুরুষেরা। আরেকটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়েরা যদি কোনো কারণে নারকেল ভাঙেন তাহলে তাঁর শিশুরা পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন ।
এছাড়াও নারকেলকে শ্রীফল বলা হয়ে থাকে হিন্দু শাস্ত্র ( Hindu Shastra) মতে এই ফলের যতটা গুরুত্ব রয়েছে , জ্যোতিষশাস্ত্রেও এই ফল ততটাই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পুজো থেকে শুরু করে আরও একাধিক আচারে ব্যবহার করা হয়ে থাকে নারকেল ফল। প্রায় সব দেবতাকেই নারকেল ফল নিবেদন করা যায়। শুধুমাত্র ভগবান শিব ছাড়া। তবে এই নিয়মের ক্ষেত্রেও একটা প্রশ্ন থেকেই যায় । মায়েরা সন্তানের মঙ্গলের জন্য তাদের জীবন থেকে কষ্ট লাঘব করার জন্য নারকেল ফাটান না। তাহলে কি বাবাদের তাদের সন্তানের প্রতি স্নেহ মমতা ভালবাসা নেই ?
কথায় বলা হয়, মায়েরা নিজেদের ভালবাসা উজাড় করে দিতে পারেন। তা সকলের চোখে ধরা পড়ে । কিন্তু বাবারা এদিক থেকে একটু কাঁচা হন । তাঁরা এত সহজে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারেন না। তাই বলে কোন পিতা তাঁর সন্তানকে কম ভালোবাসেন এমনটা কিন্তু নয়। যদিও অনেকেরই মনে হতে পারে এই ধরনের যুক্তি এই নিয়মের ক্ষেত্রে একটু অদ্ভুত । কিন্তু হিন্দু শাস্ত্রে এমনটাই বর্ণিত রয়েছে। এছাড়াও বছরের পর বছর হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই নিয়ম মেনে চলেছেন। কাজেই প্রচলিত বিশ্বাসকে গুরুত্ব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম