।। প্রথম কলকাতা ।।
Shani Puja: বলা হয় কোন ব্যক্তি যদি শনিদেবের রোষানলে পড়েন তাহলে আর রক্ষা নেই। তিনি রীতিমত সর্বস্বান্ত হয়ে যাবেন। একের পর এক বিপদের খাড়া এসে হাজির হবে। অপরদিকে বলা হয়, যার ভাগ্যে শনিদেবের সহায় রয়েছে তাকে আর পিছন ফিরে তাকাতে হয় না। সামনে সর্বদা খোলা থাকে সাফল্যের দরজা। শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। তিনি নাকি কর্মফল অনুযায়ী ব্যক্তিদের ফল দান করেন। শুধু মানুষ নয়, দেবতারা শনিদেবকে দেখে ভয় পান। যদি কারোর ভাগ্যে শনি গ্রহের অবস্থান শক্তিশালী হয় তবে তার ভাগ্যের দরজা সব সময় খোলা থাকে। আরে শনির অশুভ ফেরে রাজাও পর্যন্ত ভিখারি হয়ে যেতে পারেন। শনি শক্তিশালী হলে আপনার প্রতি কখনও অবিচার হবে না।
- যদি আপনার শনি গ্রহ দুর্বল হয় তবে আপনার কমপক্ষে ১৯ টি শনিবার উপবাস করা উচিত। সর্বাধিক ৫১টি শনিবার পালন করা যেতে পারে। এই উপবাস নিয়ম এর মাধ্যমে শনিগ্রহ আরো শক্তিশালী হয়।
- শনিবার কালো কাপড় পরিধান করুন এবং কমপক্ষে ৫ বার শনি মন্ত্রটি জপ করুন। আপনি ১১ বা ১৯টি জপমালার জন্যও এটি করতে পারেন। এটি শনিকে শক্তিশালী করে।
- শনিবার একটি পাত্রে জল, দুধ, চিনি, কালো তিল এবং গঙ্গা জল রাখুন। মন্ত্র জপের পর পশ্চিম দিকে মুখ করে পিপলের মূলে অর্পণ করুন। এটি করলে শনি গ্রহ শক্তিশালী হয়।
- এই দিনে আপনি ফলের মধ্যে কলা খেতে পারেন।
- শনিকে শক্তিশালী করার জন্য কম্বল, জুতা, লোহা, কালো কাপড় এবং নারকেলের খোসা দান করতে পারেন। শনিবার সরিষার তেল, মহিষ ও কালো গরু দানও উপকারী।
- যাদের শনি দূর্বল তাদের নীলমণি পরা উচিত। তবে এর জন্য একজন যোগ্য জ্যোতিষীর সাহায্য নিলে ভালো হবে।
- অহংকার করবেন না, গরীব-অসহায় মানুষকে সাহায্য করবেন, মানুষের সাথে ভাল ব্যবহার করবেন পাশাপাশি নিজে পরিষ্কার থাকবেন। এই কাজগুলি শনি গ্রহকে শক্তিশালী করে তোলে।
- শনিকে শক্তিশালী করতে, শনিদেব, হনুমান জি এবং ভগবান শিবের পুজো করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপও শনির খারাপ অবস্থান নিরাময়ে সাহায্য করতে পারে।
- সাধারণত শনির ধাইয়া ও সাড়ে সাতির নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। যদি শনির ধাইয়ার বা সাড়ে সাতি মধ্য দিয়ে যান, তাহলে কুণ্ডলীতে শনিদেব কোথায় ও কোন অবস্থায় অবস্থান করছেন তা বিশেষভাবে দেখা প্রয়োজন। শনিদেব যদি ইতিবাচক অবস্থানে থাকেন তবে ধাইয়ার প্রভাব কিছুটা হলেও ইতিবাচক হবে।
- সূর্যোদয়ের আগে পিপল গাছের পুজো করলে শনিদেবের আশীর্বাদ বর্ষণ শুরু হয়। শনিদেবকে খুশি করতে সরিষার তেলে লোহার পেরেক দিয়ে পিপল গাছে নিবেদন করতে হবে। এছাড়াও সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে।
- যদি শনি সাড়েসাতি বা শনি ধাইয়া চলতে থাকে তবে কালো চামড়ার জুতা বা চপ্পল পরে শনি মন্দিরে যান এবং খালি পায়ে বাড়ি ফিরুন তারপর এক বাটি তেলেই আপনার মুখ দেখে সেই বাটিটি দান করুন। এতে শনি গ্রহ শক্তিশালী হয়।
- শনিবার শনি মন্দিরে গিয়ে শনি মূর্তির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে। এর সাথে শনি চালিসা ও শনির মন্ত্র ওম শনিশ্চরায় নমঃ জপ করতে হবে। এতে করে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এগুলো মূলত সমাজের প্রচলিত ধারণা এবং বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এর সাথে কোন বৈজ্ঞানিক যুক্তির যোগ নেই। এই বিষয়গুলি মানা না না মানা ব্যক্তির নিজস্ব ব্যাপার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম