।। প্রথম কলকাতা ।।
Suspicious Death: বিগত কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ল দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারে। একটি পার্কের কালভার্টের নিচ থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করে ওই পার্কের কর্মীরা সেখানে গিয়ে দেখতে পান ভাসছে এক কিশোরের মৃতদেহ। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করা হয়। পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে মোবাইল আসক্তি (Addiction Of Mobile) চরম পর্যায়ে পৌঁছেছিল ওই কিশোরের। তার জেরেই কি এমন করুণ পরিণতি ?
সূত্রের খবর অনুযায়ী, মৃত ওই কিশোরের নাম কৌশল সাউ। বছর সতেরোর কৌশল বেনাচিতি হিন্দি ভারতী স্কুলের পড়ুয়া সে দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা বলে জানা যায়। কৌশলের মায়ের দাবি, বিগত কয়েক দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। কিছুদিন ধরে মোবাইল গেম খেলেই সময় কাটাতো কৌশল। ওই মোবাইল গেমিং এর মাধ্যমে ফিলিপিন্সের (Philippines) এক কিশোরীর সাথে তাঁর পরিচিতি হয় এবং সেই বন্ধুত্ব সম্পর্কের পরিণত হয় বলে জানান তিনি। তাই সম্প্রতি ফিলিপিন্সে যাবে এমনটাই জেদ ধরে বসেছিল কৌশল।
এই বিষয়টি বাড়িতে জানালে তাকে মোবাইল গেম খেলতে নিষেধ করা হয়। যার কারণে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলে সে। কিশোরের মা জানান, প্রায় চার দিন আগে সকালের দিকে প্রাতঃভ্রমণে গিয়েছিল কৌশল। তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি সে। বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার করা হয় বিনোদন পার্কের কালভার্টের নিচ থেকে। বিনোদন পার্কের কর্মীরা দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে সেই মৃতদেহ ভেসে উঠতে দেখেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে । তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা গিয়েছে। যদিও এই ঘটনা আত্মহত্যা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ তা স্পষ্ট হবে রিপোর্টেই, এমনটাই জানিয়েছেন এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম