।। প্রথম কলকাতা ।।
Floating Farming Technique: এমন বহু জমি রয়েছে যেগুলি নিচু হওয়ার কারণে চাষে অসুবিধা হয়। কারণ জমি গুলিতে বর্ষাকালে ক্রমাগত জল ঢুকতে থাকে। এছাড়াও এমনও বেশ কিছু জমি রয়েছে যেগুলি প্রায় সারা বছরই কোনো না কোনো কারণে জলপূর্ণ হয়ে থাকে। এই কারণে কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সমস্যা দূর করার জন্য বিকল্প পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয় ভাসমান ধাপ বেডকে (Floating Farming Bed)। জমিতে ভাসমান ধাপ তৈরি করে তার উপরে শাকসবজি খুব সহজেই উৎপাদন করা যায়। এটি ফসল উৎপাদনের অন্যতম একটি সেরা কৌশল।
কীভাবে তৈরি করা হয় ধাপ ?
জল জমির মধ্যে ভরা থাকলেও সেই জমিতেই তৈরি করা হয় ধাপ বেড। এইগুলির এক একটি লম্বায় ৫০ থেকে ৬০ মিটার হয় এবং প্রশস্ত হয় প্রায় দেড় মিটার মতো। অনেকটা উঁচু করে বীজতলা তৈরি করা হয়। সেই বীজতলা ধাপের ওপরে কচুরিপানা, শ্যাওলা, কুটিপানা, কলমি লতা এবং জলজ অন্যান্য উদ্ভিদ গুলি ছড়িয়ে দেওয়া হয়। সেই জলজ উদ্ভিদ গুলি যখন পৌঁছে যায় তার উপরেই বপন করা হয় বিভিন্ন শাক সবজির (Vegetables) বীজ। আর এইভাবেই জমিতে জল থাকলেও জমির মধ্যে থাকা উচু বীজতলা বা ধাপ বেড গুলিতে খুব সহজেই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা যায়।
যে সকল ফসল চাষ হয়:
এই ভাসমান ধাপ বেডের মাধ্যমে চাষ করা যায় লাল শাক, পুঁইশাক, শসা, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো, বরবটির, ঝিঙ্গা, করলা বিভিন্ন লতা জাতীয় সবজি প্রভৃতি।
এই পদ্ধতিতে ফসল চাষের নির্দিষ্ট সময়:
ধাপ চাষের একটি ভালো বৈশিষ্ট্য হল এটি প্রায় সারা বছরই করা যায়। গ্রীষ্ম, বর্ষা। শীত সহ সারা বছর বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের শাকসবজির চারা উৎপাদন করা যায় ধাপ বেডের ওপরে।
ধাপ পদ্ধতিতে চাষের সুবিধা:
এই পদ্ধতিতে যদি চাষ করা যায় তাহলে বর্ষাকালে চাষীদের ভোগান্তির শিকার হতে হবে না। অতিরিক্ত বৃষ্টি হলেও ফসল ডুবে যাওয়ার কোন ভয় থাকবে না সেচের প্রয়োজন হয় না। খরচ অনেকটাই কমে যায়। সার
ও খুব বেশি পরিমাণে ব্যবহার করতে হয় না। যে সমস্ত জমিগুলি অনেকটা নিচু এবং পতিত অবস্থায় জলমগ্ন হয়ে পড়ে থাকে সেই সমস্ত জমিতে উঁচু করে ধাপ তৈরি করে সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করা সম্ভব। এক একটি ধাপকে চাষের উপযোগী করে তোলার জন্য প্রায় ১০ দিন মতো সময় দিতে হয়। আর সেই এক একটি ধাপের মেয়াদকাল হল খুব বেশি তিন মাস। প্রতিদিন নিয়ম করে ধাপ গুলিতে অল্প অল্প জল দিতে হয় । যাতে সেখানে বপন করা বীজ বা চারা শুকিয়ে না যায়। এই ভাসমান ধাপের মাধ্যমে কৃষকরা অনাবাদি জমি থেকেও উপার্জন করতে পারেন। কাজেই এটি লাভজনক তা স্বীকার করতেই হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম