।। প্রথম কলকাতা ।।
Falta: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ফলতায় হুগলি নদীর (Hooghly River) চরে আটকে গেল বাংলাদেশের (Bangladesh) জাহাজ (Ship)। তা নিয়ে রীতিমত হুলস্থুল কান্ড। সেই জাহাজ দেখতে ভিড় জমাল বহু সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল বেলায় ঘটনাটি ঘটে। বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ চরে আটকে গিয়েছিল। জাহাজটিকে উদ্ধারের কাজে এগিয়ে আসে পুলিশ এবং প্রশাসনিক কর্তারা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ। হুগলি নদীর চরে আটকে যায় ওই জাহাজটি। স্থানীয় বাসিন্দারা জাহাজের কর্মচারীদের চিৎকার শুনে জাহাজটি দেখতে পান। কাছাকাছি গিয়ে দেখেন, জাহাজটি চরের মধ্যে আটকে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই জাহাজের কর্মী এবং জিনিসপত্র উদ্ধার করে। এমভিএস মাইতি নামক ওই জাহাজটি মূলত ছাই নিয়ে হুগলির ব্যান্ডেল থেকে বাংলাদেশে ফিরছিল। কিন্তু ফলতার কাঁটাখালি এলাকায় আসতেই জাহাজটি চরে আটকে পড়ে।
এই ঘটনার কারণ হিসেবে জানা গিয়েছে, জাহাজটি নোঙর করার সময় অন্য আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। যার কারণে সেটি নদীর তীরের কাছাকাছি চলে আসে। তারপর হুগলি নদীর নাব্যতা কমে যাওয়ায় সেটি সহজেই ওই চরে আটকে পড়ে। জাহাজে থাকা সমস্ত কর্মী সুরক্ষিত রয়েছেন এবং বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। নদীতে জোয়ার এলে জাহাজটি আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। হুগলি নদীতে এইভাবে পণ্যবাহী জাহাজ আটকে পড়ার ঘটনা একেবারেই নতুন নয়। কারণ নদীটির নাব্যতা দিনের পর দিন কমছে। যার কারণে প্রায়ই সময় বিভিন্ন সময়ে জাহাজ চরে আটকে পড়ে। এক্ষেত্রে প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই। মূলত যে জায়গা গুলিতে নাব্যতা কমছে, সেই জায়গাগুলির ড্রেজিংয়ের মাধ্যমে স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম