।। প্রথম কলকাতা ।।
Covid-19 Nasal Vaccine: ভারতে যে খুব দ্রুত করোনার ন্যাজাল ভ্যাকসিন আসতে চলেছে সেই খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। ২৬শে জানুয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হাত ধরে বাজারে চলে এল সেই ন্যাজাল ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের সূচনা করেছেন। আপাতত আপনি বাজারে গেলেই এই বিশেষ ভ্যাকসিন পেয়ে যাবেন।
প্রায় তিন বছর হতে চলল, করোনা এখনও পর্যন্ত গোটা বিশ্বকে রেহাই দেয়নি। ইউরোপীয় দেশগুলির দিকে তাকালে বোঝা যায় এখনো করোনার দাপট কতটা জারি রয়েছে। যদিও ভারতে এখন চতুর্থ ঢেউয়ের সে ভাবে কোন ভয় নেই। ভারতে করোনা সংক্রমণের হার এখন অনেকটা নিয়ন্ত্রণে, তবে করোনা আতঙ্ক সম্পূর্ণ দূর হয়নি। সেক্ষেত্রে সতর্কতার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এসবের মাঝেই ভারতীয় বাজারে চলে এল বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন INCOVACC। ইনকোভ্যাক (INCOVACC) বুস্টার ডোজ হিসেবে গত বছরের নভেম্বরে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে।
২০২৩ এর ২৬শে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে দেশ জুড়ে উৎসবের রেশ। এই শুভদিনে করোনার নতুন ভ্যাকসিন পেয়ে উচ্ছ্বসিত দেশবাসী। INCOVACC এর প্রতি টিকা কিনতে গেলে বেসরকারি সংস্থা খরচ পড়বে প্রায় ৮০০ টাকা, আর ভারত সরকার বা রাজ্য সরকারের টিকাকরণ সেন্টার থেকে পাবেন ৩২৫ টাকায়। এই টিকাটি বাজারে আসার আগে প্রায় তিনটি পর্যায়ে ক্রিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। তিনটি পর্যায়ে এটি সফল হয়েছে। যারা ইতিমধ্যেই কোভিশিল্ড বা কোভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন তারা এই ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন। এক্ষেত্রেও দুটি ডোজ রয়েছে, তবে দুটি ডোজের মধ্যে ৬ মাসের বিরতি থাকতে হবে।
ইনকোভ্যাক নামক এই ভ্যাকসিন প্রকাশ্যে আসতেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন জোর পেল ভারত। করোনার বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভ্যাকসিন। বর্তমানে যেভাবে চিনে করোনার নতুন রুপ বিএফ.৭(BF.7) দাপট চালাচ্ছে সেক্ষেত্রে ভারতে আরেকটি শক্তপোক্ত টিকার প্রয়োজন ছিল। যাতে ভারতে আর করোনার সংক্রমণ বৃদ্ধি না পায় সেদিকে সদা তৎপর ভারত সরকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম