।। প্রথম কলকাতা ।।
Oscar Nominations: ২০২২-এ কান-এ পুরস্কৃত হয়েছিল তাঁর তথ্যচিত্র। এবার অস্কার পুরস্কারের মঞ্চে লড়াইয়ের জন্য মনোনীত হয়েছে তা। ফের আরও এক বাঙালি অস্কারে। তথ্যচিত্রের কী নাম? আর কে সেই বঙ্গতনয়? শৌনক সেনের (Shaunak Sen) ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes) লড়বে এবার অস্কারের মঞ্চে। এর আগে সত্যজিৎ রায়ের সারা জীবনের কাজের স্বীকৃতি হিসেবে অস্কারপ্রাপ্তি হয়েছিল। যদিও সেখানে কোনও প্রতিযোগিতা ছিল না।
এখনও পর্যন্ত অস্কারের মঞ্চে বাঙালির উপস্থিতি দুটি। ২০২১-এ সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল। যদিও পুরস্কারের জন্য শেষে তা বিবেচিত হয়নি। এছাড়া বিশ্ব সিনেমার এই বৃহত্তম মঞ্চে বাঙালির উপস্থিতি ছিল না। আমির খানের (Aamir Khan) ‘লগান’ গিয়েছিল অস্কারে। কিন্তু প্রতিযোগিতায় টিকতে পারেনি। ড্যানি বয়েলের অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিওনেয়ার’-এর সঙ্গে নাম জড়িয়েছে এ আর রহমান, অনিল কাপুরের মতো ভারতীয়র। কিন্তু শৌনক একে ভারতীয়, আবার বাঙালি। তাঁর তথ্যচিত্র পুরস্কার পাবে কিনা, সেটা নির্ভর করছে বিচারকদের উপর। কিন্তু মনোনয়ন পাওয়ার কৃতিত্ব কোনও অংশে কম নয়। দিল্লীবাসী শৌনকের দ্বিতীয় ছবি এটি।
‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অস্কারে তথ্যচিত্র মনোনয়ন পেতেই আনন্দে আত্মহারা শৌনক। জানিয়েছেন, ‘এত ভালো লাগছে যে, বলার কিছু নেই। এটা একটা অসামান্য অনুভূতি যা, ভাষায় প্রকাশ করা যায় না। আমি এবং আমার দল সবাই ভীষণ খুশি’। কান-এ পুরস্কৃত হওয়ার পর অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছেন তরুণ এই বাঙালি পরিচালক। সেই মর্মেই মঙ্গলবার ‘আনন্দবাজার অনলাইন’-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচালক কৃতজ্ঞতা জানিয়েছেন গোটা টিমকে, সেইসঙ্গে ধন্যবাদ দিয়েছেন অ্যাকাডেমি কর্তৃপক্ষকে।
তাঁর তথ্যচিত্র পুরস্কার পাবে কিনা, জিজ্ঞাসা করা হলে জানিয়েছেন, ‘সেটা এখন অনুমান নির্ভর। অপেক্ষা করতে হবে মার্চ মাস পর্যন্ত। কিন্তু এখন মনোনীত হবার খুশিটুকুই যথেষ্ট’। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে। ২০১৫-তে কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ফরাসি লেখকদের একটি গোষ্ঠী ‘ল’ওয়েল ডি’অর’ পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। যার অন্য নাম ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ড’। সেই সম্মানই গত বছর পান শৌনক। এবার দেখার, অস্কারের মঞ্চে তাঁর তথ্যচিত্র পুরস্কার পায় কিনা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম