।। প্রথম কলকাতা ।।
Earthquake: মঙ্গলবার রাজধানী দিল্লি (Delhi) সহ উত্তর ভারতের একাংশে অনুভূত হল ভূমিকম্প। কেঁপে উঠল দিল্লি সহ আশেপাশের বেশ কিছু এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির একটি সূত্র মারফতে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে যে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয় তাঁর মাত্রা রিখটার স্কেলে ছিল প্রায় ৫.৮। টানা ২৫ থেকে ৩০ মিনিট এই কম্পনের রেশ ছিল। তবে এদিনের ভূমিকম্পে কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্ত। উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় এই ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছে এছাড়াও দিল্লি, উত্তর প্রদেশের নয়ডা, গাজিয়াবাদে অনুভূত হয় ভূমিকম্প। যার জেরে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বাড়ি, অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে স্পষ্ট কম্পন দেখতে পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত এর আগে ৫ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। সেই সময় উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের কুশ এলাকা। তখনও রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ধরা পড়েছিল প্রায় ৫.৮। আবারও সেই দিল্লিতেই দেখা গেল ভূমিকম্প। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারিতেও দিল্লিতে জোরালো ভূমিকম্প দেখা দেয়। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। যার জেরে কেঁপে উঠেছিল গোটা রাজধানী দিল্লি। এদিনে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। মঙ্গলবার ঠিক দুপুর ২:২৮ মিনিট নাগাদ শুরু হয় কম্পন। ৩০ সেকেন্ড ধরে দুলতে থাকে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু অংশ।
An earthquake with a magnitude of 5.8 on the Richter Scale hit Nepal at 2:28 pm today: National Center for Seismology (NCS) pic.twitter.com/bAyESuuQFJ
— ANI (@ANI) January 24, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম