।। প্রথম কলকাতা ।।
Shrabanti Chatterjee: টলিউডের অত্যন্ত জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী তিনি। সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে নজর কেড়েছেন। প্রায় সবসময়ই ব্যক্তিগত জীবনের কারণে সমালোচিত হয়ে থাকেন নেটিজেনদের মধ্যে। বাংলা বাণিজ্যিক ছবিতে বেশি দেখা গিয়েছে তাঁকে। তবে অন্য ধারার ছবিতেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এবার জানা গিয়েছে, পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরবর্তী ছবির জন্য নাকি প্রস্তাব গিয়েছে শ্রাবন্তী (Shrabanti Chatterjee) চট্টোপাধ্যায়ের কাছে!
‘এই সময়’ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে শুভ্রজিৎ-এর আগামী ছবিতে থাকতে পারেন শ্রাবন্তী। ‘অভিযাত্রিক’ ছবি পরিচালনার পর থেকেই চর্চায় রয়েছেন শুভ্রজিৎ। তাঁর নতুন ছবি নিয়ে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। তাঁর আগামী ছবি কী হবে এবং কবে তা মুক্তি পাবে! তার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। সম্প্রতি শুভ্রজিৎ-শ্রাবন্তীর মধ্যে এক আলাদা সমীকরণ চোখে পড়েছে এক ফিল্ম ফেস্টিভ্যালের দরুন। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দু’জনে। এমনকি শ্রাবন্তীর নতুন ছবির প্রিমিয়ারে এসেছিলেন শুভ্রজিৎ। আর তাই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে সৌজন্যতার খাতিরে শ্রাবন্তীকে ‘প্রিন্সেস’ বলে সম্বোধন করেন তিনি। আর তাঁদের এই সমীকরণ দেখে সকলের ধারণা হয়েছে পরিচালকের আগামী ছবিতে থাকতে পারেন অভিনেত্রী। যদি তাঁর আগামী ছবিতে শ্রাবন্তী থাকেন, তাহলে অভিনেত্রীর ‘নতুন ইনিংস’ জমে উঠবে।
বিগত বহু বছর ধরে টলিপাড়ার প্রথম সারির নায়িকাদের মধ্যে নাম রয়েছে তাঁর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কাবেরী অন্তর্ধান’-এ (Kaberi Antardhan) তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সকলের কাছে। ছবিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সাতের দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রতিটি চরিত্র ফিরে গেছে পুরনো দিনে। উত্তরবঙ্গের হাতিমারাকে কেন্দ্র করে ছবির গল্প। গল্পে মুখ্য চরিত্রের নাম ‘কাবেরী’, কে তিনি? নকশাল আন্দোলন একদিকে, অন্যদিকে দেশে জরুরি অবস্থা জারি রয়েছে। এমন টালমাটাল অবস্থায় এক প্রেমের ছবি করেছেন কৌশিক। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন কৌশিক সেন, তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, বোনের চরিত্রে কাবেরী অর্থাৎ শ্রাবন্তী, ভগ্নিপতির চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য। বোন হলেন স্বাধীনচেতা মনোভাবের, যা পুলিশ অফিসার ভাইয়ের মোটেই পছন্দ নয়। হঠাৎই সে খুন হওয়ার সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায় না কাবেরীকে। আর এই রহস্যের কিনারা করতেই গল্পে আসেন গোয়েন্দা গোকুল চন্দ্র দেবনাথ তথা কৌশিক গঙ্গোপাধ্যায়। বলতে গেলে নিজের ছবির তুরুপের তাস তিনি নিজেই। এই ছবির শুরু থেকেই পর্দা থেকে চোখ সরাতে পারবেন না মানুষ। আর এই ছবিতেই শ্রাবন্তীর অভিনয় সকলের নজর কেড়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম