।। প্রথম কলকাতা ।।
নিউজিল্যান্ডের কাছে ক্রসওভার ম্যাচে টাইব্রেকারে হেরে পুরুষদের হকি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। ললিত উপাধ্যায়, বরুণ কুমার এবং সুখজিৎ সিংয়ের গোলের সুবাদে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ৩-৩ গোলে ড্র করে হরমনপ্রীতের দল। শেষ পর্যন্ত ৫-৪ গোলে টাইব্রেকারে হারতে ভারতকে।
ম্যাচের পর দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক হরমনপ্রীত বলেন, “অবশ্যই সবাই পেনাল্টি কর্নার রূপান্তরের কথা বলছেন। আমি চেষ্টা করছি কিন্তু এটি বন্ধ হচ্ছে না। অধিনায়কত্ব নেওয়ার পর অনেক সময় হয়ে গেছে।” ভারত অধিনায়ক পেনাল্টি শ্যুটআউটে তার মিস সম্পর্কে বলেন যে তার মানসিকতা ছিল গোল করা এবং ম্যাচটি জয় করা।
হরমনপ্রীত বলেন, “আমার মানসিকতা ছিল সাডেন-ডেথ শ্যুটআউটে গোল করা। আমরা সেখানে ম্যাচ জয় করতে পারতাম। আমরা কঠোর চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত রূপান্তর করতে ব্যর্থ হয়েছি।” ভারতের কোচ গ্রাহাম রিড বলেন যে দুর্বল রক্ষণই দলটি বিশ্বকাপ থেকে বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ।