।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: আগামী ২৬ জানুয়ারি গোটা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হবে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। যার প্রস্তুতি বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। দিল্লি থেকে শুরু করে কলকাতা সব জায়গাতেই মহড়া চলছে কুচকাওয়াজের। এই মতো পরিস্থিতিতে ফের বঙ্গবাসীর জন্য সুখবর। ২ বছর পর এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির (Delhi) রাজপথে জায়গা করে নিচ্ছে বাংলার ট্যাবলো। আর তাঁর থিমে থাকছে গ্রাম বাংলার দুর্গাপুজো, দুর্গাপ্রতিমা, মঙ্গলঘট, ঢাকি সবকিছুই। ইতিমধ্যে এই ট্যাবলো (Tableau) প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে এমনটাই জানা গেছে।
সূত্রের খবর অনুসারে, চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের বাংলার থিম হল ‘নারী শক্তি’। আর সেই থিমকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলার দুর্গা পুজোকেই (Durgapuja) তুলে ধরতে চেয়েছে রাজ্য। ট্যাবলোর মধ্যে থাকবে দেবী দুর্গার প্রতিমা। একইসঙ্গে শোনা যাবে চণ্ডীপাঠ, ঢাক এবং মন্ত্র উচ্চারণ। ইউনেস্কোর তরফ থেকে কলকাতার দুর্গাপুজোকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দুর্গা পুজোয় বর্ণাঢ্য শোভাযাত্রা হয় কলকাতার বুকে।
উল্লেখ্য, বিগত বছর রাজ্যের তরফ থেকে স্বাধীনতার অমৃত মহোৎসব এবং সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে থিম করে দিল্লিতে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের সেই ট্যাবলেট জায়গা পায়নি। প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ কমিটির তরফ থেকে তা খারিজ করে দেওয়া হয়েছিল ।২০২০ সালে রাজ্য সরকার ‘কন্যাশ্রী’, ‘জল ধরো জল ভরো’ প্রকল্পকে সামনে রেখে একটি ট্যাবলো পাঠাতে চেয়েছিল কেন্দ্রে। কিন্তু সে ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়নি। যদিও ২০২১ সালে ‘সবুজ সাথী’ প্রকল্পকে থিম করে রাজ্যের বানানো ট্যাবলো অংশ নিতে পেরেছিল দিল্লির কুচকাওয়াজে। আর এবার পুনরায় দুর্গা ও নারী শক্তি ক্ষমতায়নকে নিয়ে রাজ্যের বানানো ট্যাবলো দেখা যাবে দিল্লিতে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে চলেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭টি ট্যাবলো এবং কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের ৬টি ট্যাবলো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম