।। প্রথম কলকাতা ।।
Weather update: দিন ও রাতের তাপমাত্রা সোমবার থেকে একটু করে বাড়তে শুরু করেছে। সপ্তাহভর শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া। বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই।
শহরে দিনের বেলায় শীতের আমেজ উধাও হয়েছে। নেতাজি জয়ন্তীতেও তেমনই থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ থেকে বেড়ে দাঁড়ালো ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯৪ শতাংশ।
জানুয়ারির শেষ সপ্তাহে নতুন করে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। জেলায় জেলায় বাধা প্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া (Wind)। ফলে কনকনে ঠান্ডা অধরাই রয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী।
দুই বঙ্গে আগামী পাঁচ দিন মূলত শুষ্ক ও পরিস্কার আবহাওয়া থাকবে। তবে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। ফলে দক্ষিণবঙ্গে ঠান্ডা প্রভাব অনেকটাই কমে যাবে। আপাতত আগামী এক সপ্তাহে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই এবং সরস্বতী পুজো গরমেই কাটবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম